অভিনয় ছেড়ে ধর্মে মনোযোগী হওয়া প্রসঙ্গে যা বললেন তামিম

0
8

ছোট পর্দার অভিনেতা তামিম মৃধা অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে এসেছেন- এমন নিউজ সংবাদমাধ্যমে প্রকাশ পেতেই মুখ খুলেছেন অভিনেতা। এ ব্যাপারে আজ শনিবার গণমাধ্যমে এক সাক্ষাৎকার দেন তামিম।

সাক্ষাৎকারে তামিম জানান, তিনি ইউটিউবে একটি ইসলামিক অনুষ্ঠান চালু করেছেন। যেখানে অনুষ্ঠানের প্রথম পর্বে দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছেন।

অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে আসার বিষয়ে তার ভাষ্য, ‘লম্বা সময় ধরে অভিনয় থেকে কিছুটা দূরে আছি। তার মানে এই না যে পুরোপুরি অভিনয় বিদ্বেষী হয়ে গেছি। বিষয়টি ঘিরে আমাকে নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে, বিষয়টা সেরকম না।’

এটা আমার ব্যক্তিগত বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমি অনুরোধ করবো, এটা নিয়ে যেন কেউ বিভ্রান্ত না ছড়ায়। যেহেতু এটা আমার ব্যক্তিগত বিষয়। এই বিষয়গুলো নিয়ে আলোচনা বাড়লে বিষয়টি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিতে পারেন।’