মঙ্গলবার | ২০ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo মোটরসাইকেল দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত Logo আইইবি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো এআই ভিত্তিক টেক্সটাইল অটোমেশন বিষয়ক সেমিনার Logo শহিদ জিয়ার জন্মবার্ষিকীতে খুবি এনটিএ ও ইউট্যাবের দোয়া Logo এবারের ভোটে রাজনৈতিক দলগুলো যদি লাইনের বাইরে চলে যায়, তাহলে তাদের চড়া মাশুল গুনতে হবে-সাতক্ষীরায় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য Logo আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী Logo জিয়াউর রহমান : এক সত্যিকারের দেশপ্রেমিক ও জাতি গঠনের কারিগর Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা!

যুক্তরাষ্ট্রের ১৩ প্রতিষ্ঠানের ওপর পাল্টা নিষেধাজ্ঞা চীনের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫৬:২০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • ৭৬৮ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩ সামরিক প্রতিষ্ঠানের ওপর পাল্টা নিষেধাজ্ঞা দিতে চলেছে চীন। গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রতিবাদে চীন এই পদক্ষেপ নিচ্ছে বলে এক প্রতিবেদনে জানায় রয়টার্স।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ট্রানজিট হিসেবে চীনের ভূখণ্ড ব্যবহার করে তাইওয়ানের প্রেসিডেন্টের কাছে অস্ত্র বিক্রি করছে। তাইওয়ানের কাছে ৩৮৫ মিলিয়ন ডলারের বিভিন্ন যন্ত্রাংশ এবং এফ-১৬ যুদ্ধবিমান এবং রাডার বিক্রিতে যুক্তরাষ্ট্রর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেইজিং দাবি করেছে, এটি তাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের সামিল।

এদিকে, দক্ষিণ চীন সাগর ও ইউক্রেন ইস্যুতে গত কয়েক বছর ধরে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক তলানিতে। এরইমধ্যে চীনের উত্থান ঠেকাতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্য রপ্তানিতে বেশ কয়েক দফা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে দেশ দুটির মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠল।

এর আগে, গত সোমবার চীনের কাছে সেমিকন্ডাক্টর বা চিপ বিক্রিতে নতুন নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের তৈরি সেমিকন্ডাক্টর চীনের হাতে গেলে তা দিয়ে চীন নতুন অস্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার উন্নতি করতে পারে। সেই সঙ্গে চীনের বিভিন্ন কোম্পানির কাছে মার্কিন প্রযুক্তি বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর ২০২২ সালের অক্টোবরে চীনের কাছে প্রথম এআই চিপ বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপর ২০২৩ সালের অক্টোবরে ভিন্ন ধরনের এআই চিপও নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসার ঘোষণা দেয় তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেল দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

যুক্তরাষ্ট্রের ১৩ প্রতিষ্ঠানের ওপর পাল্টা নিষেধাজ্ঞা চীনের

আপডেট সময় : ০৮:৫৬:২০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩ সামরিক প্রতিষ্ঠানের ওপর পাল্টা নিষেধাজ্ঞা দিতে চলেছে চীন। গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রতিবাদে চীন এই পদক্ষেপ নিচ্ছে বলে এক প্রতিবেদনে জানায় রয়টার্স।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ট্রানজিট হিসেবে চীনের ভূখণ্ড ব্যবহার করে তাইওয়ানের প্রেসিডেন্টের কাছে অস্ত্র বিক্রি করছে। তাইওয়ানের কাছে ৩৮৫ মিলিয়ন ডলারের বিভিন্ন যন্ত্রাংশ এবং এফ-১৬ যুদ্ধবিমান এবং রাডার বিক্রিতে যুক্তরাষ্ট্রর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেইজিং দাবি করেছে, এটি তাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের সামিল।

এদিকে, দক্ষিণ চীন সাগর ও ইউক্রেন ইস্যুতে গত কয়েক বছর ধরে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক তলানিতে। এরইমধ্যে চীনের উত্থান ঠেকাতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্য রপ্তানিতে বেশ কয়েক দফা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে দেশ দুটির মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠল।

এর আগে, গত সোমবার চীনের কাছে সেমিকন্ডাক্টর বা চিপ বিক্রিতে নতুন নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের তৈরি সেমিকন্ডাক্টর চীনের হাতে গেলে তা দিয়ে চীন নতুন অস্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার উন্নতি করতে পারে। সেই সঙ্গে চীনের বিভিন্ন কোম্পানির কাছে মার্কিন প্রযুক্তি বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর ২০২২ সালের অক্টোবরে চীনের কাছে প্রথম এআই চিপ বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপর ২০২৩ সালের অক্টোবরে ভিন্ন ধরনের এআই চিপও নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসার ঘোষণা দেয় তারা।