রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের সামনে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাওয়া ক্লাব থেকে মহাখালী রেলগেট পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর শতাধিক সদস্য। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) রাতে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীরা আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালী অবরোধের কর্মসূচি দেন।
সরেজমিনে দেখা যায়, কলেজের মূল ফটকের ভেতরে ও বাইরে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। নিরাপত্তার জন্য আমতলী ও মহাখালী রেলগেট এলাকাজুড়েও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। তবে পুলিশের উপস্থিতি নিয়ে কোনো কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা পুলিশি মোতায়েনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। শিক্ষার্থী মোস্তফা রেমান বলেন, “এভাবে পুলিশ দিয়ে আমাদের দাবিকে দমন করা যাবে না। তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে।”