সোমবার | ১ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার সুস্থতা কামনা, বীরগঞ্জ উপজেলায় অসহায়দের মাঝে খাবার বিতরণ Logo চাঁদপুরে যোগদানের প্রথম দিনেই সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় Logo সদরপুরে গার্ডিয়ান এর এরিয়া অফিস উদ্ভোধন অনুষ্ঠানে ১০ লাখ টাকার মৃত্যু দাবী চেক বিতরণ। Logo ৪৫তম বিসিএস-এ ক্যাডার বুটেক্সের ১৩ শিক্ষার্থী Logo হাবিপ্রবিতে মশার উপদ্রবে উদ্বিগ্ন শিক্ষার্থীরা, ভ্রুক্ষেপ নেই প্রশাসনের Logo জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল Logo মেডিকেল বোর্ডের দেওয়া চিকিৎসা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন : ডা. জাহিদ Logo কচুয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন গণঅধিকার পরিষদ নেতা এনায়েত হাসিব Logo কচুয়ায় ইউএনও হেলাল চৌধুরীর বিদায় সংবর্ধনা Logo জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা সভাপতি রিংকু, সম্পাদক ফরহাদ

তিতুমীর কলেজের সামনে কঠোর নিরাপত্তা, সেনা-পুলিশ মোতায়েন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:১৮:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ৭৬৯ বার পড়া হয়েছে

রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের সামনে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাওয়া ক্লাব থেকে মহাখালী রেলগেট পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর শতাধিক সদস্য। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) রাতে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীরা আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালী অবরোধের কর্মসূচি দেন।

সরেজমিনে দেখা যায়, কলেজের মূল ফটকের ভেতরে ও বাইরে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। নিরাপত্তার জন্য আমতলী ও মহাখালী রেলগেট এলাকাজুড়েও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। তবে পুলিশের উপস্থিতি নিয়ে কোনো কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা পুলিশি মোতায়েনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। শিক্ষার্থী মোস্তফা রেমান বলেন, “এভাবে পুলিশ দিয়ে আমাদের দাবিকে দমন করা যাবে না। তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে।”

শাকিল আহমেদ বলেন, “তিতুমীর কলেজকে যদি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা না হয়, তবে পুলিশ দিয়ে শিক্ষার্থীদের দমন করাও সম্ভব হবে না।”

সোমবার দুপুরে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মিছিল করে মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। বিকেল ৪টা পর্যন্ত চলে এই কর্মসূচি। পরে কলেজ প্রাঙ্গণে ফিরে এসে মঙ্গলবারও অবরোধের ঘোষণা দেন তারা।

তারা তিন দফা দাবি জানিয়েছেন:

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে তিতুমীর কলেজকে পৃথক করতে হবে।
২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য কমিশন গঠন করতে হবে।
৩. একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।

শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে মহাখালী এলাকায় যানচলাচল সীমিত হয়ে পড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ ও অন্যান্য বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার সুস্থতা কামনা, বীরগঞ্জ উপজেলায় অসহায়দের মাঝে খাবার বিতরণ

তিতুমীর কলেজের সামনে কঠোর নিরাপত্তা, সেনা-পুলিশ মোতায়েন

আপডেট সময় : ০১:১৮:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের সামনে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাওয়া ক্লাব থেকে মহাখালী রেলগেট পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর শতাধিক সদস্য। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) রাতে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীরা আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালী অবরোধের কর্মসূচি দেন।

সরেজমিনে দেখা যায়, কলেজের মূল ফটকের ভেতরে ও বাইরে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। নিরাপত্তার জন্য আমতলী ও মহাখালী রেলগেট এলাকাজুড়েও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। তবে পুলিশের উপস্থিতি নিয়ে কোনো কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা পুলিশি মোতায়েনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। শিক্ষার্থী মোস্তফা রেমান বলেন, “এভাবে পুলিশ দিয়ে আমাদের দাবিকে দমন করা যাবে না। তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে।”

শাকিল আহমেদ বলেন, “তিতুমীর কলেজকে যদি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা না হয়, তবে পুলিশ দিয়ে শিক্ষার্থীদের দমন করাও সম্ভব হবে না।”

সোমবার দুপুরে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মিছিল করে মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। বিকেল ৪টা পর্যন্ত চলে এই কর্মসূচি। পরে কলেজ প্রাঙ্গণে ফিরে এসে মঙ্গলবারও অবরোধের ঘোষণা দেন তারা।

তারা তিন দফা দাবি জানিয়েছেন:

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে তিতুমীর কলেজকে পৃথক করতে হবে।
২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য কমিশন গঠন করতে হবে।
৩. একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।

শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে মহাখালী এলাকায় যানচলাচল সীমিত হয়ে পড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ ও অন্যান্য বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।