শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা Logo টেকনাফে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন সন্ত্রাসী আটক Logo মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলা-বারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর আটক: Logo সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা Logo বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর আত্মপ্রকাশ: যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মিলনমেলা ও কমিটি গঠন Logo বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

জাকসু নির্বাচনের মনোনয়পত্র সংগ্রহ, বাড়লো সময়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন শেষে মোট ৮৭ জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন এবং ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মঙ্গলবার ১৮ আগস্ট বিকেল ৫ টায় জাকসু নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জাকসু নির্বাচন কমিশন।

এছাড়াও জাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় বাড়ানো হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাত আটটায় অনুষ্ঠিত জাকসু নির্বাচন কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “অনেক শিক্ষার্থীই আমাদের কাছে মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেছেন। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে সময় একদিন বৃদ্ধি করা হয়েছে। যেহেতু বুধবার সরকারি ছুটি রয়েছে, তাই বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ এবং বিকেল ৪টা পর্যন্ত জমা দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা।”

 

নির্বাচনে দলীয় প্যানেলের প্রার্থীর থেকে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র সংগ্রহের হার বেশি বলে জানা গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে.এম রাশিদুল আলম বলেন, “সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে । তবে আশা করি মনোনয়ন গ্রহণ ও জমা দেওয়ার সময় বাড়ানোর ফলে উল্লেখযোগ্য হারে নির্বাচনে অংশগ্রহণের সংখ্যা বাড়বে। ”

 

উল্লেখ্য, দ্বিতীয় দিন শেষে কেন্দ্রীয় জাকসুর পাশাপাশি হল সংসদ নির্বাচনেও ছেলে ও মেয়েদের সবগুলো হল থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ২৪১ জন প্রার্থী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

জাকসু নির্বাচনের মনোনয়পত্র সংগ্রহ, বাড়লো সময়

আপডেট সময় : ০৮:০৮:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন শেষে মোট ৮৭ জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন এবং ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মঙ্গলবার ১৮ আগস্ট বিকেল ৫ টায় জাকসু নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জাকসু নির্বাচন কমিশন।

এছাড়াও জাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় বাড়ানো হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাত আটটায় অনুষ্ঠিত জাকসু নির্বাচন কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “অনেক শিক্ষার্থীই আমাদের কাছে মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেছেন। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে সময় একদিন বৃদ্ধি করা হয়েছে। যেহেতু বুধবার সরকারি ছুটি রয়েছে, তাই বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ এবং বিকেল ৪টা পর্যন্ত জমা দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা।”

 

নির্বাচনে দলীয় প্যানেলের প্রার্থীর থেকে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র সংগ্রহের হার বেশি বলে জানা গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে.এম রাশিদুল আলম বলেন, “সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে । তবে আশা করি মনোনয়ন গ্রহণ ও জমা দেওয়ার সময় বাড়ানোর ফলে উল্লেখযোগ্য হারে নির্বাচনে অংশগ্রহণের সংখ্যা বাড়বে। ”

 

উল্লেখ্য, দ্বিতীয় দিন শেষে কেন্দ্রীয় জাকসুর পাশাপাশি হল সংসদ নির্বাচনেও ছেলে ও মেয়েদের সবগুলো হল থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ২৪১ জন প্রার্থী।