শিরোনাম :
Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে কয়রায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, ৪ কেজি গাঁজাসহ আটক ১ Logo জীবননগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন Logo আইএফএডিকে বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার Logo চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় বিষাক্ত মদপানে ছয়জনের মৃত্যু হয়েছে। Logo ভাতগ্রামে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হল Logo চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। Logo বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo কয়রায় মায়ের সঙ্গে অভিমানে ৯ বছরের স্কুলছাত্রী আছিয়ার মর্মান্তিক মৃত্যু Logo জাতীয় পতাকা ও সংগীত অবমাননাকারি সুন্দরগঞ্জের মিরাজ আটক : মামলা দায়ের

জাকসু নির্বাচনের মনোনয়পত্র সংগ্রহ, বাড়লো সময়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন শেষে মোট ৮৭ জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন এবং ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মঙ্গলবার ১৮ আগস্ট বিকেল ৫ টায় জাকসু নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জাকসু নির্বাচন কমিশন।

এছাড়াও জাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় বাড়ানো হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাত আটটায় অনুষ্ঠিত জাকসু নির্বাচন কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “অনেক শিক্ষার্থীই আমাদের কাছে মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেছেন। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে সময় একদিন বৃদ্ধি করা হয়েছে। যেহেতু বুধবার সরকারি ছুটি রয়েছে, তাই বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ এবং বিকেল ৪টা পর্যন্ত জমা দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা।”

 

নির্বাচনে দলীয় প্যানেলের প্রার্থীর থেকে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র সংগ্রহের হার বেশি বলে জানা গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে.এম রাশিদুল আলম বলেন, “সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে । তবে আশা করি মনোনয়ন গ্রহণ ও জমা দেওয়ার সময় বাড়ানোর ফলে উল্লেখযোগ্য হারে নির্বাচনে অংশগ্রহণের সংখ্যা বাড়বে। ”

 

উল্লেখ্য, দ্বিতীয় দিন শেষে কেন্দ্রীয় জাকসুর পাশাপাশি হল সংসদ নির্বাচনেও ছেলে ও মেয়েদের সবগুলো হল থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ২৪১ জন প্রার্থী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে কয়রায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাকসু নির্বাচনের মনোনয়পত্র সংগ্রহ, বাড়লো সময়

আপডেট সময় : ০৮:০৮:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন শেষে মোট ৮৭ জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন এবং ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মঙ্গলবার ১৮ আগস্ট বিকেল ৫ টায় জাকসু নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জাকসু নির্বাচন কমিশন।

এছাড়াও জাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় বাড়ানো হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাত আটটায় অনুষ্ঠিত জাকসু নির্বাচন কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “অনেক শিক্ষার্থীই আমাদের কাছে মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেছেন। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে সময় একদিন বৃদ্ধি করা হয়েছে। যেহেতু বুধবার সরকারি ছুটি রয়েছে, তাই বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ এবং বিকেল ৪টা পর্যন্ত জমা দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা।”

 

নির্বাচনে দলীয় প্যানেলের প্রার্থীর থেকে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র সংগ্রহের হার বেশি বলে জানা গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে.এম রাশিদুল আলম বলেন, “সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে । তবে আশা করি মনোনয়ন গ্রহণ ও জমা দেওয়ার সময় বাড়ানোর ফলে উল্লেখযোগ্য হারে নির্বাচনে অংশগ্রহণের সংখ্যা বাড়বে। ”

 

উল্লেখ্য, দ্বিতীয় দিন শেষে কেন্দ্রীয় জাকসুর পাশাপাশি হল সংসদ নির্বাচনেও ছেলে ও মেয়েদের সবগুলো হল থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ২৪১ জন প্রার্থী।