র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে গুলিবিদ্ধ হয়ে পা হারানো লিমন হোসেন সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানসহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউট কার্যালয়ে নিজে এসে এই অভিযোগ দায়ের করেন লিমন। অভিযোগ দাখিলের পর তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে ন্যায়বিচার পাইনি। ন্যায়বিচারের আশা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছি।”
এছাড়া অভিযুক্ত সব আসামি র্যারের সদস্য বলে জানিয়েছে লিমন। এই ঘটনার জন্য র্যাবকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে বিলুপ্তির দাবিও করেছেন তিনি।