সারাদেশের মানুষের মাঝে স্তন ক্যান্সার সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে স্তন ক্যান্সার প্রতিরোধে সক্রিয় ৪৭টি স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠানের প্ল্যাটফর্ম বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম প্রতি বছর গোলাপি সড়ক শোভাযাত্রার আয়োজন করে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন প্রান্তে। এর আগে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে এই শোভাযাত্রা সম্পন্ন হয়েছে।
এবার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছোট-বড় প্রায় চল্লিশটি এলাকায় যাচ্ছে গোলাপি সাজে সজ্জিত একটি বাসে এই শোভাযাত্রা। চিকিৎসক, স্বাস্থকর্মী, বিশেষজ্ঞ চিকিৎসক, ক্যান্সার বিজয়ী যোদ্ধা, সংগঠক, সংস্কৃতিকর্মী রয়েছেন এই যাত্রায়। পথসভা, শোভাযাত্রা ও সহজ বাংলায় লেখা তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণের এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছেন স্থানীয় জনগণ।
গত ২৮ অক্টোবর ঢাকা থেকে গোলাপি বাসটি রওনা হয় টেকনাফের উদ্দেশ্যে। ২৯ অক্টোবর সকাল নয়টায় টেকনাফ উপজেলা কমপ্লেক্সে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান শেষে তেঁতুলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
দীর্ঘ এই শোভাযাত্রাটি টেকনাফ, উখিয়া, কক্সবাজার, রামু, চকোরিয়া, চট্রগ্রাম, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর বাইপাস, কালিয়াকৈর, টাঙাইল, সিরাজগঞ্জ মোড়, বগুড়া, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, রংপুর, সৈয়দপুর, দশমাইল, বীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড় হয়ে তেঁতুলিয়ায় গিয়ে শেষ হবে।
জানা গেছে, শুক্রবার সকাল দশটায় তেঁতুলিয়ার ঐতিহাসিক তেঁতুলতলায় সমাপনী অনুষ্ঠান হবে। সেখানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। ক্যান্সার সচেতনতায় বিশেষজ্ঞরা বক্তব্য রাখবেন। এরপর উন্মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। স্থানীয় ইউএনও, স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত তেঁতুলিয়ার স্বেচ্ছাসেবীগণ এবং বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীরা, সামাজিক সাংস্কৃতিক সংগঠকগণসহ সব শ্রেণি ও পেশার মানুষ এই অনুষ্ঠানে যোগ দিবেন বলে জানা গেছে।
টেকনাফ থেকে তেঁতুলিয়ার এই গোলাপি শোভাযাত্রার দলনেতা, বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, জাতীয় চলচ্চিত্র পুরষ্কারবিজয়ী পরিচালক মসিহউদ্দিন শাকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার রাসকিন নিউজ টোয়েন্টিফোরকে বলেন, ‘আমরা ঢাকা থেকে যাত্রা শুরু করে টেকনাফ গিয়েছিলাম। সেখান থেকে সারা দেশ ঘুরে গোলাপি সড়ক শোভা যাত্রার পুরো টিম এখন পঞ্চগড়মুখী। প্রতিটি স্থানে পথসভা, শোভাযাত্রা ও তথ্যবহুল লিফলেট বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, শুক্রবার সকাল দশটায় তেঁতুলিয়ার ঐতিহাসিক তেঁতুল তলায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ক্যান্সার সম্পর্কে জানতে এবং সর্বোপরি ক্যান্সার সচেতনতায় স্থানীয় পর্যায়ে সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি।’