শিরোনাম :
Logo রাশিয়ায় বাস দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানি Logo সবুজ পৃথিবীর স্বপ্নে বাগেরহাটে ফুলকুঁড়ির বৃক্ষ বিতরণ Logo সাজিদের মৃত্যু রহস্যে নতুন মোড়: প্রশ্নের মুখে প্রশাসন Logo স্বর্ণের দাম আরও চড়া হতে পারে Logo খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু Logo কচুয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ Logo বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত Logo বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বললেন তারেক রহমান Logo মব যেখানেই দেখবেন সেখানেই উচিত শিক্ষা দেবেন: ইশরাক Logo জুনিয়রদের সাথে ‘অসৌজন্যমূলক’ আচরণের অভিযোগে সিনিয়রদের ক্লাস-পরীক্ষা স্থগিত

ড. ইকবালের স্ত্রী ও তিন সন্তান কারাগারে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০১:৫০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭
  • ৭৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্পদের তথ্য গোপনের মামলায় আওয়ামী লীগ নেতা এইচ বি এম ইকবালের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার এক নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান এ আদেশ দেন।

এর আগে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।আসামিরা হলেন- সাবেক সাংসদ এইচ বি এম ইকবালের স্ত্রী মমতাজ বেগম ডলি, ছেলে মোহাম্মদ ইমরান ইকবাল ও মঈন ইকবাল এবং মেয়ে নওরীন ইকবাল।

মামলার নথি সূত্রে জানা যায়, বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৭ মে ইকবাল, তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে এ মামলা করে দুদক। পরের বছর ১১ মার্চ বিশেষ জজ আদালত এ মামলার রায়ে ইকবালকে ১৩ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানা করেন। তার স্ত্রী ও সন্তানদের তিন বছর করে কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে অর্থদন্ড দেয়া হয়। পরে ২০১১ সালের ১৮ জানুয়ারি হাইকোর্ট ইকবালকে খালাস দেন এবং স্ত্রী-সন্তানদের রায় স্থগিত করেন। কিন্তু আপিল বিভাগ গত বছর ইকবালের স্ত্রী-সন্তানদের আবেদন খারিজ করে দিলে ওই চারজনের সাজা বহাল থাকে।

দণ্ডপ্রাপ্ত এইচ বি এম ইকবাল প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান। তার ছেলে ইমরান ইকবাল ওই ব্যাংকের একজন পরিচালক। আরেক ছেলে মঈন ইকবাল ও মেয়ে নওরীন ইকবালও এক সময় পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাশিয়ায় বাস দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানি

ড. ইকবালের স্ত্রী ও তিন সন্তান কারাগারে !

আপডেট সময় : ১১:০১:৫০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

সম্পদের তথ্য গোপনের মামলায় আওয়ামী লীগ নেতা এইচ বি এম ইকবালের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার এক নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান এ আদেশ দেন।

এর আগে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।আসামিরা হলেন- সাবেক সাংসদ এইচ বি এম ইকবালের স্ত্রী মমতাজ বেগম ডলি, ছেলে মোহাম্মদ ইমরান ইকবাল ও মঈন ইকবাল এবং মেয়ে নওরীন ইকবাল।

মামলার নথি সূত্রে জানা যায়, বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৭ মে ইকবাল, তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে এ মামলা করে দুদক। পরের বছর ১১ মার্চ বিশেষ জজ আদালত এ মামলার রায়ে ইকবালকে ১৩ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানা করেন। তার স্ত্রী ও সন্তানদের তিন বছর করে কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে অর্থদন্ড দেয়া হয়। পরে ২০১১ সালের ১৮ জানুয়ারি হাইকোর্ট ইকবালকে খালাস দেন এবং স্ত্রী-সন্তানদের রায় স্থগিত করেন। কিন্তু আপিল বিভাগ গত বছর ইকবালের স্ত্রী-সন্তানদের আবেদন খারিজ করে দিলে ওই চারজনের সাজা বহাল থাকে।

দণ্ডপ্রাপ্ত এইচ বি এম ইকবাল প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান। তার ছেলে ইমরান ইকবাল ওই ব্যাংকের একজন পরিচালক। আরেক ছেলে মঈন ইকবাল ও মেয়ে নওরীন ইকবালও এক সময় পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।