রবিবার | ২ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo চীনের সহযোগিতা চাইলো দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য Logo ধূমপানে প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা চালু করল মালদ্বীপ Logo গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩ Logo তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা Logo কয়রায় দুই দিনব্যাপী ভাসমান কৃষি কর্মশালা অনুষ্ঠিত Logo মিশরে জমকালো আয়োজনে জাদুঘর উদ্বোধনের প্রস্তুতি! Logo এসএমই খাতকে জাতীয় অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরের উদ্যোগ! Logo সিরাজগঞ্জের দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার! Logo জনপ্রতিনিধি নয়, সেবক হিসেবেই পাশে থাকতে চান ডাক্তার সাহেব। Logo এনায়েতপুরে চুরি করা ছাগল বিক্রির সময় এক যুবক আটক ধোরাছোঁয়ার বাহিরে মূল হোতা দেলোয়ার

জয়রামপুর মাঠ থেকে কৃষকের লাশ উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৫৯:১৯ অপরাহ্ণ, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ৭৫৯ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার জয়রামপুর মাঠ থেকে শওকত আলী (৫০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে জয়রামপুর কুমারীদাহ গ্রামের রিপন মিয়ার আমবাগানের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শওকত আলী জয়রামপুরের মল্লিকপাড়ার মৃত বাহাদুর আলীর ছেলে।

জানা গেছে, সকালে মাঠে কাজ করতে গিয়ে একজন কৃষক শওকত আলীর লাশ পড়ে থাকতে দেখে দামুড়হুদা মডেল থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান আসাদ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

স্থানীয়রা বলেন, সোমবার রাত রাত ১২টা থেকে শওকত আলী নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে সকাল সাড়ে ৬টার দিকে লোক মারফত সংবাদ পাওয়া যায় তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি প্রচণ্ড রাগী ছিলেন, পরিবারের সাথে কোনো রকম মনোমালিন্য হলেই তিনি বিষপান করতেন। এর আগেও তিনি দুইবার বিষপান করেছিলেন। কিন্তু এবার তৃতীয় বার বিষপানে তার মৃত্য হয়।
শওকতের ছেলে মাসুদ বলেন, ‘আমার আব্বার মাথার সমস্যা ছিল। যখন-তখন পাগলামি করতো। এভাবে বিষ খেয়ে আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে, ভাবতে পারিনি। আমাদের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই।’
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের সহযোগিতা চাইলো দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য

জয়রামপুর মাঠ থেকে কৃষকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:৫৯:১৯ অপরাহ্ণ, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

দামুড়হুদা উপজেলার জয়রামপুর মাঠ থেকে শওকত আলী (৫০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে জয়রামপুর কুমারীদাহ গ্রামের রিপন মিয়ার আমবাগানের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শওকত আলী জয়রামপুরের মল্লিকপাড়ার মৃত বাহাদুর আলীর ছেলে।

জানা গেছে, সকালে মাঠে কাজ করতে গিয়ে একজন কৃষক শওকত আলীর লাশ পড়ে থাকতে দেখে দামুড়হুদা মডেল থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান আসাদ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

স্থানীয়রা বলেন, সোমবার রাত রাত ১২টা থেকে শওকত আলী নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে সকাল সাড়ে ৬টার দিকে লোক মারফত সংবাদ পাওয়া যায় তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি প্রচণ্ড রাগী ছিলেন, পরিবারের সাথে কোনো রকম মনোমালিন্য হলেই তিনি বিষপান করতেন। এর আগেও তিনি দুইবার বিষপান করেছিলেন। কিন্তু এবার তৃতীয় বার বিষপানে তার মৃত্য হয়।
শওকতের ছেলে মাসুদ বলেন, ‘আমার আব্বার মাথার সমস্যা ছিল। যখন-তখন পাগলামি করতো। এভাবে বিষ খেয়ে আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে, ভাবতে পারিনি। আমাদের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই।’
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।