জীবননগরে বিএনপির প্রতিবাদে সমাবেশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩০:৪১ অপরাহ্ণ, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • ৭২৫ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালামকে আহত করার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে হাসাদহ ইউনিয়ন বিএনপির আয়োজনে হাসাদহ বাজারের ইসলামী ব্যাংকের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাসাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন মিয়া’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আল হাসান মোঃ আবু তালেব, সীমান্ত ইউনিয়ন বিএনপি সভাপতি ওসমান গনি প্রমুখ। প্রতিবাদ সভায় শাহজাহান আলী বলেন, জামায়াত ইসলামী যদি মনে করে বিএনপি কলা তাহলে ভূল ভাবছেন বিএনপি বাবলা গাছ।

আমরা যেমন অফিস নিয়ে মিটিং মিছিল করি আপনারও অফিসে মিটিং মিছিল করেন। কোন মসজিদে মিটিং হবে না। এছাড়াও বক্তৃতায় বলেন, আওয়ামী লীগের লোকজন জামাতের নাম ধরে বিভিন্ন জায়গায় এরূপ কার্যক্রম করে বেড়াচ্ছে, তথা জামাত কর্তৃক বিএনপির লোকজন আহত নিহত হচ্ছে। জামাতের এরূপ কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, হাসাদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম।

উল্লেখ, গত শুক্রবার উপজেলার হাসাদহ ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের কন্দর্পপুর জামে মসজিদের ইমাম থাকা না থাকাকে কেন্দ্র করে হাসাদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালামকে আহত করা হয়। তারই প্রতিবাদে হাসাদহ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এ প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বিএনপির প্রতিবাদে সমাবেশ

আপডেট সময় : ০৫:৩০:৪১ অপরাহ্ণ, বুধবার, ২ অক্টোবর ২০২৪

জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালামকে আহত করার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে হাসাদহ ইউনিয়ন বিএনপির আয়োজনে হাসাদহ বাজারের ইসলামী ব্যাংকের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাসাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন মিয়া’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আল হাসান মোঃ আবু তালেব, সীমান্ত ইউনিয়ন বিএনপি সভাপতি ওসমান গনি প্রমুখ। প্রতিবাদ সভায় শাহজাহান আলী বলেন, জামায়াত ইসলামী যদি মনে করে বিএনপি কলা তাহলে ভূল ভাবছেন বিএনপি বাবলা গাছ।

আমরা যেমন অফিস নিয়ে মিটিং মিছিল করি আপনারও অফিসে মিটিং মিছিল করেন। কোন মসজিদে মিটিং হবে না। এছাড়াও বক্তৃতায় বলেন, আওয়ামী লীগের লোকজন জামাতের নাম ধরে বিভিন্ন জায়গায় এরূপ কার্যক্রম করে বেড়াচ্ছে, তথা জামাত কর্তৃক বিএনপির লোকজন আহত নিহত হচ্ছে। জামাতের এরূপ কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, হাসাদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম।

উল্লেখ, গত শুক্রবার উপজেলার হাসাদহ ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের কন্দর্পপুর জামে মসজিদের ইমাম থাকা না থাকাকে কেন্দ্র করে হাসাদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালামকে আহত করা হয়। তারই প্রতিবাদে হাসাদহ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এ প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।