গত কয়েক দিনের তীব্র গরমের পর আজ সকাল থেকে রাজশাহীতে মুষল ধারে বৃষ্টি শুরু হয়েছে। সকাল ১০টা থেকে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির ফলে নগরীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
আবহাওয়া অফিস জানায়, দুপুর ১২টা পর্যন্ত ২৩.৪ মিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সারাদেশের ন্যায় রাজধানীতেও আজ বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপ উত্তরপশ্চিমে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। ফলে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কমবে তাপমাত্রাও।




















































