শিরোনাম :
Logo প্যাপিরাস পাঠাগারের নির্বাহী পরিষদের পরিচিতি সভা Logo সাংবাদিকতায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন সাইদ হোসেন অপু চৌধুরী চাঁদপুর প্রতিনিধি Logo সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে জাপান যাচ্ছেন খুবির ৭ কৃতী শিক্ষার্থী Logo বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কয়রায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ Logo সিরাজগঞ্জে এইচএসসি ও আলিমে সাত প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ ফেল Logo পরিবারে ন্যায়বিচার ও সন্তানের অধিকার ইসলাম, সমাজ ও রাষ্ট্রীয় দায়িত্ব — তৌফিক সুলতান Logo শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ করেছে কোস্ট গার্ড Logo খুবিতে জুলাই বিপ্লব বিরোধীদের তথ্য সংগ্রহে তদন্ত কমিটি গঠন Logo চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত  পিআর নিয়ে কোনোপ্রকার টালবাহানা দেশের মানুষ বরদাশত করবে না -মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম Logo বাবুরহাটে গোলাপ ফুলের সমর্থনে জাকের পার্টির “জনসভা ও র‍্যালী”

সারাদে‌শের ম‌তো রাজধানীতেও ঈদে মিলাদুন্নবী পা‌লিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:১৭:১৯ অপরাহ্ণ, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৪৪ বার পড়া হয়েছে

সারা দে‌শের ম‌তো রাজধানী ঢাকায়ও যথাযথ মর্যাদায় পা‌লিত হ‌চ্ছে ঈদে মিলাদুন্নবী। র‌্যা‌লি ও আ‌লোচনায় বক্তারা তু‌লে ধরেন সমাজ‌কে সুন্দর ক‌রে গ‌ড়ে তুল‌তে নবীর আদর্শকে বু‌কে ধারণ কর‌তে হ‌বে। সেই স‌ঙ্গে মাজার ভাঙ্গার তীব্র প্রতিবাদও জানান তারা।

আজ সোমবার ঈদে মিলাদুন্নবী উপল‌ক্ষে মাইজভান্ডার শ‌রি‌ফের উ‌দ্দ্যো‌গে আ‌য়ো‌জন করা হয় বিশাল র‌্যা‌লির।

র‌্যা‌লি‌তে অংশ নেন হাজার হাজার ভক্ত। এতে নেতৃত্ব দেন সৈয়দ সাইফুদ্দীন আহ‌মেদ। র‌্যা‌লি‌টি রমনার ই‌ঞ্জি‌নিয়ার্স ই‌নি‌স্টি‌টিউট থে‌কে শুরু হ‌য়ে বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে সেখা‌নেই এ‌সে শেষ হয়।

র‌্যা‌লি‌তে অংশগ্রহণকারীরা ব‌লেন, এই দিন‌টি মুস‌লিম‌দের জন্য ঈদের দিন। তারাও মাজার ভাঙ্গার তীব্র প্রতিবাদ জানান।

এ‌দি‌কে রাজধানীর চানখারপু‌লে ঈদে মিলাদুন্নবী উপল‌ক্ষে সেমিনার ও মিলাদ মাহফিলের আ‌য়োজন ক‌রে আহলা দরব‌ার শ‌রি‌ফ। আ‌য়োজ‌নে প্রধান অ‌তি‌থি হি‌সেবে অংশ নেন বিএন‌পির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ পেশাজীবি পরিষদের সদস্য স‌চিব সৈয়দ মোহাম্মদ কাদের গনি।

এতে প্রধান বক্তা ছি‌লেন হযরত মুফ‌তি সৈয়দ মুহাম্মদ মাইনুল ইসলাম জুনা‌য়েদ। এসময় বক্তারা যারা মাজার ভাঙ্গ‌ছে, নবী‌কে অপমান ক‌রে তা‌দের বিচা‌রের দা‌বি জানান।

এসময় আহলা দরবার শ‌রি‌ফের প্রধান হযরত মাওলানা শাহসু‌ফি সৈয়দ মহাম্মদ এমদাদুল ইসলাম ব‌লেন, সকল হিংসা বি‌দ্বেষ‌কে দূ‌রে রে‌খে নবীর আদর্শকে বু‌কে ধারণ ক‌রে আমা‌দের সাম‌নে এ‌গি‌য়ে যে‌তে হ‌বে।

আ‌য়োজ‌নে সারা‌দে‌শ থে‌কে তা‌দের বিপুল সংখ‌্যক ভক্ত অনুরা‌গী অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্যাপিরাস পাঠাগারের নির্বাহী পরিষদের পরিচিতি সভা

সারাদে‌শের ম‌তো রাজধানীতেও ঈদে মিলাদুন্নবী পা‌লিত

আপডেট সময় : ০১:১৭:১৯ অপরাহ্ণ, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

সারা দে‌শের ম‌তো রাজধানী ঢাকায়ও যথাযথ মর্যাদায় পা‌লিত হ‌চ্ছে ঈদে মিলাদুন্নবী। র‌্যা‌লি ও আ‌লোচনায় বক্তারা তু‌লে ধরেন সমাজ‌কে সুন্দর ক‌রে গ‌ড়ে তুল‌তে নবীর আদর্শকে বু‌কে ধারণ কর‌তে হ‌বে। সেই স‌ঙ্গে মাজার ভাঙ্গার তীব্র প্রতিবাদও জানান তারা।

আজ সোমবার ঈদে মিলাদুন্নবী উপল‌ক্ষে মাইজভান্ডার শ‌রি‌ফের উ‌দ্দ্যো‌গে আ‌য়ো‌জন করা হয় বিশাল র‌্যা‌লির।

র‌্যা‌লি‌তে অংশ নেন হাজার হাজার ভক্ত। এতে নেতৃত্ব দেন সৈয়দ সাইফুদ্দীন আহ‌মেদ। র‌্যা‌লি‌টি রমনার ই‌ঞ্জি‌নিয়ার্স ই‌নি‌স্টি‌টিউট থে‌কে শুরু হ‌য়ে বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে সেখা‌নেই এ‌সে শেষ হয়।

র‌্যা‌লি‌তে অংশগ্রহণকারীরা ব‌লেন, এই দিন‌টি মুস‌লিম‌দের জন্য ঈদের দিন। তারাও মাজার ভাঙ্গার তীব্র প্রতিবাদ জানান।

এ‌দি‌কে রাজধানীর চানখারপু‌লে ঈদে মিলাদুন্নবী উপল‌ক্ষে সেমিনার ও মিলাদ মাহফিলের আ‌য়োজন ক‌রে আহলা দরব‌ার শ‌রি‌ফ। আ‌য়োজ‌নে প্রধান অ‌তি‌থি হি‌সেবে অংশ নেন বিএন‌পির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ পেশাজীবি পরিষদের সদস্য স‌চিব সৈয়দ মোহাম্মদ কাদের গনি।

এতে প্রধান বক্তা ছি‌লেন হযরত মুফ‌তি সৈয়দ মুহাম্মদ মাইনুল ইসলাম জুনা‌য়েদ। এসময় বক্তারা যারা মাজার ভাঙ্গ‌ছে, নবী‌কে অপমান ক‌রে তা‌দের বিচা‌রের দা‌বি জানান।

এসময় আহলা দরবার শ‌রি‌ফের প্রধান হযরত মাওলানা শাহসু‌ফি সৈয়দ মহাম্মদ এমদাদুল ইসলাম ব‌লেন, সকল হিংসা বি‌দ্বেষ‌কে দূ‌রে রে‌খে নবীর আদর্শকে বু‌কে ধারণ ক‌রে আমা‌দের সাম‌নে এ‌গি‌য়ে যে‌তে হ‌বে।

আ‌য়োজ‌নে সারা‌দে‌শ থে‌কে তা‌দের বিপুল সংখ‌্যক ভক্ত অনুরা‌গী অংশ নেন।