সোমবার | ২২ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জেলেনস্কির Logo নির্বাচনে আস্থার পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথবাহিনী: ইসি সানাউল্লাহ Logo রজব মাসের চাঁদ দেখা গেছে Logo কুমিল্লায় আইদি পরিবহন প্রবেশে প্রতিবন্ধকতা, চাঁদপুরে মানববন্ধন Logo মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চাঁদপুর-৩ আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ Logo আগামী ২৭ ডিসেম্বর শনিবার চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা Logo তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল Logo সুদানের আবেই শান্তিরক্ষা মিশনের ড্রোন হামলায় শহীদ সেনা সদস্যের রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন পলাশবাড়ীতে Logo ৪৭৫ কোটি টাকা ‘জলে’: খনন শেষ হতেই ভরাট সাতক্ষীরার নদী-খাল ​জলাবদ্ধতা কাটেনি, উল্টো সেচ সংকটে কৃষক ও ঘেরমালিকরা ​ Logo খুবিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাস্টার্স ও পিএইচডি ভর্তি শুরু

এবার দুটি মানহানি মামলার আসামি হলেন চুয়াডাঙ্গার রিপন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৩৩:৫৯ অপরাহ্ণ, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির দুটি মামলা হয়েছে। গতকাল রোববার মহানগর হাকিম আরফাতুল রাকিবের আদালতে ১ হাজার কোটি টাকার মানহানির মামলা করেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। তিনি বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাবেক সাধারণ সম্পাদক। একই আদালতে ওই আসামিদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন বাজুসের সাবেক সভাপতি এনামুল হক খান দোলন।

শুনানি শেষে এনামুল হক খান দোলনের মামলা তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন বিচারক। আর দিলীপের মামলায় আসামিদের হাজির হতে সমন জারি করেছেন আদালত। মামলার অন্য আসামিরা হলেন- বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী, বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, বাংলাদেশ প্রতিদিনের বাণিজ্য বিষয়ক প্রতিবেদক রুহুল আমিন রাসেল, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি রিপনুল হাসান রিপন এবং বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের।

এজাহারে ১০ জনকে আসামি করা হলেও কালের কণ্ঠ সম্পাদক এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহীর নাম উল্লেখ না করায় তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়নি। দুটি মামলার বর্ণনা প্রায়ই একই রকম। অভিযোগে বলা হয়, গত ২৭ থেকে ৩০ অগাস্ট দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনে বাদীর নামে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়। এরপর ৩১ আগস্ট বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন পত্রিকা দুটিতে প্রতিবাদ পাঠানো হলেও তা প্রকাশ করা হয়নি। উল্টো ১ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একই ধরনের ‘ভুয়া’ প্রতিবেদন ছাপা হয়।

অভিযোগের বিষয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর কিংবা বসুন্ধরা গ্রুপের কোনো বক্তব্য জানতে পারেনি। বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়বকে কল করা হলেও তিনি সাড়া দেননি।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার দৌলতদিয়ারের রিপনুল হাসান রিপন অত্র দুটি মামলার আসামি। ইতিপূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের হত্যার অভিযোগে তার নামে হত্যা মামলা হয়েছে। সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বিবিসিসহ দেশ-বিদেশের মূল ধারার সকল গণমাধ্যমে প্রকাশিত খবর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জেলেনস্কির

এবার দুটি মানহানি মামলার আসামি হলেন চুয়াডাঙ্গার রিপন

আপডেট সময় : ১২:৩৩:৫৯ অপরাহ্ণ, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির দুটি মামলা হয়েছে। গতকাল রোববার মহানগর হাকিম আরফাতুল রাকিবের আদালতে ১ হাজার কোটি টাকার মানহানির মামলা করেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। তিনি বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাবেক সাধারণ সম্পাদক। একই আদালতে ওই আসামিদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন বাজুসের সাবেক সভাপতি এনামুল হক খান দোলন।

শুনানি শেষে এনামুল হক খান দোলনের মামলা তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন বিচারক। আর দিলীপের মামলায় আসামিদের হাজির হতে সমন জারি করেছেন আদালত। মামলার অন্য আসামিরা হলেন- বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী, বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, বাংলাদেশ প্রতিদিনের বাণিজ্য বিষয়ক প্রতিবেদক রুহুল আমিন রাসেল, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি রিপনুল হাসান রিপন এবং বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের।

এজাহারে ১০ জনকে আসামি করা হলেও কালের কণ্ঠ সম্পাদক এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহীর নাম উল্লেখ না করায় তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়নি। দুটি মামলার বর্ণনা প্রায়ই একই রকম। অভিযোগে বলা হয়, গত ২৭ থেকে ৩০ অগাস্ট দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনে বাদীর নামে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়। এরপর ৩১ আগস্ট বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন পত্রিকা দুটিতে প্রতিবাদ পাঠানো হলেও তা প্রকাশ করা হয়নি। উল্টো ১ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একই ধরনের ‘ভুয়া’ প্রতিবেদন ছাপা হয়।

অভিযোগের বিষয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর কিংবা বসুন্ধরা গ্রুপের কোনো বক্তব্য জানতে পারেনি। বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়বকে কল করা হলেও তিনি সাড়া দেননি।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার দৌলতদিয়ারের রিপনুল হাসান রিপন অত্র দুটি মামলার আসামি। ইতিপূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের হত্যার অভিযোগে তার নামে হত্যা মামলা হয়েছে। সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বিবিসিসহ দেশ-বিদেশের মূল ধারার সকল গণমাধ্যমে প্রকাশিত খবর।