শিরোনাম :
Logo আসিফ বাঁধন বলেন “এটি শুধু আমার গল্প নয়, এটি প্রত্যেক তরুণের জন্য একটি বার্তা জীবনে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও বাঁচতে হয়।” Logo বেগম খালেদা জিয়ার জন্মদিনে বিতারা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা Logo যবিপ্রবিতে সাংবাদিক শিহাব উদ্দিনকে মারধরের ঘটনায় সাবেক চার ছাত্রলীগ কর্মী বহিষ্কার Logo পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়া’র ৮০ তম জন্মদিন পালিত Logo ইবিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে বর্ণিল আয়োজন Logo শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতির সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ Logo খালেদা জিয়ার জন্মদিনে উপলক্ষ্যে বেরোবিতে ছাত্রদলের দোয়া-মাহফিল Logo সংগ্রাম, ত্যাগ, শ্রদ্ধা ও ভালোবাসায় ৮১ বছরে বেগম খালেদা জিয়া Logo উচ্ছ্বাস আর স্বপ্নে মুখর রাবি ক্যাম্পাস; জীবনের নতুন যাত্রা নিয়ে নবীনদের অনুভূতি Logo গণঅভ্যুত্থানের পরে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর আমাদের প্রেরণা যুগিয়েছিল : অধ্যাপক ইউনূস

চুয়াডাঙ্গায় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:০৩:৩০ অপরাহ্ণ, বুধবার, ২১ আগস্ট ২০২৪
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত আছে। গতকাল মঙ্গলবারও চুয়াডাঙ্গা শহরের হেলথ এইড মেডিকেল সেন্টারসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হাসান জেলার সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সঠিকভাবে পরিচালনার জন্য সতর্ক করে। এরমধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাও দাবি তোলে অবৈধভাবে নিয়ম না মেনে চলা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমাও অভিযান করতে নির্দেশনা দেন। এরই প্রেক্ষিতে সোমবার থেকে যৌথ অভিযানে নেমেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

গতকাল মঙ্গলবার অভিযানে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডের হেলথ এইড মেডিকেল সেন্টারে অভিযান চালানো হয়। ওই অভিযানে প্রতিষ্ঠানটিকে বিভিন্ন অব্যবস্থাপনার জন্য সতর্ক করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হাসান ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান বলেন, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন থেকে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এর আগে গত সোমবারও অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে তিন প্রতিষ্ঠানে সিলগালাসহ এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আসিফ বাঁধন বলেন “এটি শুধু আমার গল্প নয়, এটি প্রত্যেক তরুণের জন্য একটি বার্তা জীবনে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও বাঁচতে হয়।”

চুয়াডাঙ্গায় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত

আপডেট সময় : ০১:০৩:৩০ অপরাহ্ণ, বুধবার, ২১ আগস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত আছে। গতকাল মঙ্গলবারও চুয়াডাঙ্গা শহরের হেলথ এইড মেডিকেল সেন্টারসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হাসান জেলার সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সঠিকভাবে পরিচালনার জন্য সতর্ক করে। এরমধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাও দাবি তোলে অবৈধভাবে নিয়ম না মেনে চলা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমাও অভিযান করতে নির্দেশনা দেন। এরই প্রেক্ষিতে সোমবার থেকে যৌথ অভিযানে নেমেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

গতকাল মঙ্গলবার অভিযানে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডের হেলথ এইড মেডিকেল সেন্টারে অভিযান চালানো হয়। ওই অভিযানে প্রতিষ্ঠানটিকে বিভিন্ন অব্যবস্থাপনার জন্য সতর্ক করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হাসান ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান বলেন, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন থেকে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এর আগে গত সোমবারও অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে তিন প্রতিষ্ঠানে সিলগালাসহ এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।