চুয়াডাঙ্গায় সুড়ঙ্গ করে জিকে ক্যানেলের পানি চুরি; ধসে পড়েছে পাড়

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:০৩:৩৬ অপরাহ্ণ, সোমবার, ১ জুলাই ২০২৪
  • ৭৩৫ বার পড়া হয়েছে

নিজির্স প্রতিবেদকঃ

নিজেদের মাছের খামারে ক্যানেলের পানি নিতে গিয়ে ক্যানেলের পাড় ভেঙে ফেলেছে দুই মৎস খামারি। ক্যানেলের পাড়ের নিচে সুড়ঙ্গ করে বেশ কিছুদিন ধরে তাদের মাছের খামারে পানি নিচ্ছিলেন তারা। এর ফলে পাড়টি ধ্বসে ক্যানেলের পানিতে মিশে গেছে। এতে একটি জীবন্ত গাছ উপড়ে পড়েছে। আরও ৮ থেকে ১০টি মেহগনি গাছ হুমকির মধ্যে পড়েছে।

গতকাল সরেজমিনে গিয়ে দেখা গেছে, আলমডাঙ্গার জিকে ক্যানেলের বেলগাছি অংশ থেকে বেরিয়ে যাওয়া সাব-ক্যানেল ১২-এজি’তে এখন পানি টইটম্বুর করছে। এর পাশেই মাছের খামার করেছেন দুই মৎস খামারি বেলগাছি গ্রামের পুরাতন মসজিদপাড়ার আব্দুল হামিদের ছেলে বাদল ও মৃত তারাচাঁদ মন্ডলের ছেলে আব্দুল জলিল। দু’জনই ক্যানেলের পাড়ের নিচে সুড়ঙ্গ করে ক্যানেল থেকে নিজেদের মাছের খামারে পানি নিয়ে আসছিলেন। এর মধ্যে বাদলের করা সুড়ঙ্গ ধ্বসে যায়। ক্যানেলের পাড় ধ্বসে যাওয়ায় হুমকিতে পড়েছে পাড়ে বেড়ে ওঠা ৮/১০টি মেহগনি গাছ। যেকোনও মুহুর্তে গাছগুলি উপড়ে পড়ে যেতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
তারা বলেন, কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণে বাদল ও জলিল নিজ স্বার্থে সরকারী ক্যানেলের পাড় ধ্বংস করছে। এখনই ক্যানেলের ভেঙে যাওয়া অংশ সংস্কার না করলে গাছগুলি উপড়ে যেতে পারে।
দায়ী মৎস খামারী বাদল এই প্রতিবেদককে পত্রিকায় নিউজ না করার পরামর্শ দিয়ে বলেন, নিউজ করার দরকার নেই। ওয়াপদা তো কিছু বলছে না, সাংবাদিকের সমস্যা কি!
চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ বলেন, ক্ষতিগ্রস্ত ক্যানেলের পাড় দ্রুত সংস্কার করা হবে। খোঁজ নিয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় সুড়ঙ্গ করে জিকে ক্যানেলের পানি চুরি; ধসে পড়েছে পাড়

আপডেট সময় : ০৩:০৩:৩৬ অপরাহ্ণ, সোমবার, ১ জুলাই ২০২৪

নিজির্স প্রতিবেদকঃ

নিজেদের মাছের খামারে ক্যানেলের পানি নিতে গিয়ে ক্যানেলের পাড় ভেঙে ফেলেছে দুই মৎস খামারি। ক্যানেলের পাড়ের নিচে সুড়ঙ্গ করে বেশ কিছুদিন ধরে তাদের মাছের খামারে পানি নিচ্ছিলেন তারা। এর ফলে পাড়টি ধ্বসে ক্যানেলের পানিতে মিশে গেছে। এতে একটি জীবন্ত গাছ উপড়ে পড়েছে। আরও ৮ থেকে ১০টি মেহগনি গাছ হুমকির মধ্যে পড়েছে।

গতকাল সরেজমিনে গিয়ে দেখা গেছে, আলমডাঙ্গার জিকে ক্যানেলের বেলগাছি অংশ থেকে বেরিয়ে যাওয়া সাব-ক্যানেল ১২-এজি’তে এখন পানি টইটম্বুর করছে। এর পাশেই মাছের খামার করেছেন দুই মৎস খামারি বেলগাছি গ্রামের পুরাতন মসজিদপাড়ার আব্দুল হামিদের ছেলে বাদল ও মৃত তারাচাঁদ মন্ডলের ছেলে আব্দুল জলিল। দু’জনই ক্যানেলের পাড়ের নিচে সুড়ঙ্গ করে ক্যানেল থেকে নিজেদের মাছের খামারে পানি নিয়ে আসছিলেন। এর মধ্যে বাদলের করা সুড়ঙ্গ ধ্বসে যায়। ক্যানেলের পাড় ধ্বসে যাওয়ায় হুমকিতে পড়েছে পাড়ে বেড়ে ওঠা ৮/১০টি মেহগনি গাছ। যেকোনও মুহুর্তে গাছগুলি উপড়ে পড়ে যেতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
তারা বলেন, কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণে বাদল ও জলিল নিজ স্বার্থে সরকারী ক্যানেলের পাড় ধ্বংস করছে। এখনই ক্যানেলের ভেঙে যাওয়া অংশ সংস্কার না করলে গাছগুলি উপড়ে যেতে পারে।
দায়ী মৎস খামারী বাদল এই প্রতিবেদককে পত্রিকায় নিউজ না করার পরামর্শ দিয়ে বলেন, নিউজ করার দরকার নেই। ওয়াপদা তো কিছু বলছে না, সাংবাদিকের সমস্যা কি!
চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ বলেন, ক্ষতিগ্রস্ত ক্যানেলের পাড় দ্রুত সংস্কার করা হবে। খোঁজ নিয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।