ইমামের কাছে স্ত্রীকে নিয়ে বিব্রতকর প্রশ্নের জবাব চাইলেন এক সিরীয় !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৪৮:২৪ অপরাহ্ণ, বুধবার, ১ মার্চ ২০১৭
  • ৭৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্প্রতি টেলিভিশন অনুষ্ঠানে এক অদ্ভূত প্রশ্নের মুখে পড়েন মক্কা শরীফের প্রধান ইমাম সালেহ-আল-হুমাইদ। অনুষ্ঠান চলাকালে সৌদিতে বসরত এক সিরীয় তাকে অনুরোধ করেন, যাতে নিজের বাগদত্তাকে তার বন্ধুর কাছে বিয়ে দিতে পারেন- এমন ফতোয়া জারি করতে। ওই সিরীয় জানান, নিজের হতে যাওয়া স্ত্রীকে সৌদিতে নিয়ে যেতে সব ধরনের চেষ্টায় ব্যর্থ হয়ে শেষ চেষ্টা হিসেবে এই পথ ধরেছেন তিনি।

সৌদি মিডিয়া আল আরাবিয়া জানায়, তার বন্ধুর সৌদিতে রেসিডেন্ট মর্যাদা আছে। তাই সেই বন্ধুর স্ত্রী হয়ে তার বাগদত্তা সেদেশে যেতে পারবে। তিনি আরও জানান, সৌদিতে যাওয়ার পর বন্ধুর থেকে স্ত্রীকে তালাক দিয়ে ফের নিজে বিয়ে করবেন। পবিত্র কাবা শরীফের ইমাম এমন অদ্ভূত অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং লোকটিকে সতর্ক করে দেনএ ধরনের চাতুরির মারাত্মক পরিণতি সম্পর্কে। এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে তার হতে যাওয়া স্ত্রী ও বন্ধুর সঙ্গে সম্পর্কে অবনতি ডেকে আনবে বলে জানান ইমাম সালেহ-আল-হুমাইদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ৬ জনকে অব্যাহতি

ইমামের কাছে স্ত্রীকে নিয়ে বিব্রতকর প্রশ্নের জবাব চাইলেন এক সিরীয় !

আপডেট সময় : ০১:৪৮:২৪ অপরাহ্ণ, বুধবার, ১ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

সম্প্রতি টেলিভিশন অনুষ্ঠানে এক অদ্ভূত প্রশ্নের মুখে পড়েন মক্কা শরীফের প্রধান ইমাম সালেহ-আল-হুমাইদ। অনুষ্ঠান চলাকালে সৌদিতে বসরত এক সিরীয় তাকে অনুরোধ করেন, যাতে নিজের বাগদত্তাকে তার বন্ধুর কাছে বিয়ে দিতে পারেন- এমন ফতোয়া জারি করতে। ওই সিরীয় জানান, নিজের হতে যাওয়া স্ত্রীকে সৌদিতে নিয়ে যেতে সব ধরনের চেষ্টায় ব্যর্থ হয়ে শেষ চেষ্টা হিসেবে এই পথ ধরেছেন তিনি।

সৌদি মিডিয়া আল আরাবিয়া জানায়, তার বন্ধুর সৌদিতে রেসিডেন্ট মর্যাদা আছে। তাই সেই বন্ধুর স্ত্রী হয়ে তার বাগদত্তা সেদেশে যেতে পারবে। তিনি আরও জানান, সৌদিতে যাওয়ার পর বন্ধুর থেকে স্ত্রীকে তালাক দিয়ে ফের নিজে বিয়ে করবেন। পবিত্র কাবা শরীফের ইমাম এমন অদ্ভূত অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং লোকটিকে সতর্ক করে দেনএ ধরনের চাতুরির মারাত্মক পরিণতি সম্পর্কে। এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে তার হতে যাওয়া স্ত্রী ও বন্ধুর সঙ্গে সম্পর্কে অবনতি ডেকে আনবে বলে জানান ইমাম সালেহ-আল-হুমাইদ।