প্লাটিনাম জয়ন্তী উদ্যাপনে নানা কর্মসূচি

0
29

নীলকন্ঠ প্রতিবেদকঃ

আগামী ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ তাদের নিজস্ব স্থায়ী কার্যালয়ে এর আয়োজন করে। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বুধবার রাতে জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সভায় উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নাসির উদ্দিন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, সাবেক সদস্য অ্যাড. বেলাল হোসেন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, ১ নম্বর প্যানেল মেয়র সুলতান আরা রত্না, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের।

চুয়াডাঙ্গা পৌর ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দসহ সভায় জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নুরুন্নাহার কাকলী, মহিলা নেত্রী শাহাজাদী মিলি, শেফালী খাতুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, জাতীয় মহিলা সংস্থার সভাপতি রুকসানা নাবিলা ছন্দা, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা গিণি ইসলাম, জেলা শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজালুল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক রিপন মন্ডল, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তহিদুর রহমান চন্দন, বিশিষ্ট ব্যাবসায়ী ও আওয়ামী লীগ নেতা সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা আব্দুর রশিদ, মোমিন, শেখ সেলিম, ফয়েজ সুমন, জেলা ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, আকাশ, মুন্না আজম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ শাজাহান আলী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহাবুবুল হক সেলিম, মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বিশ্বজিত শাহা, তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর আলী, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সকল স্তরের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।