জীবননগরে ইউনিব্লক রাস্তার উদ্বোধন

0
29

 নীলকন্ঠ প্রতিবেদক:

জীবননগরে ইউনিব্লক রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রাম থেকে সুটিয়া মাঠের ইউনিব্লক রাস্তার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা -২আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর।

এ সময় উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান,চুয়াডাঙ্গা এলজিইডির নিবাহী প্রৌকশলী মোঃ জাহাঙ্গীর আলম, জীবননগর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম, জীবননগর পৌর সভার সাবেক মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ইশা, মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা আক্তার রিতা, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, বাকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ফরজ, জীবননগর উপজেলা প্রৌকশলী মোঃ মাহবুবউল হক, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম প্রমুখ।