চুয়াডাঙ্গায় মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৪২:১৫ অপরাহ্ণ, শনিবার, ১ জুন ২০২৪
  • ৭৫৮ বার পড়া হয়েছে

নীলকন্ঠ প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় রজব আলী ওরফে রাজা (৫০) নামের এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুন) সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের যুগিরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ থেকে তার মরদেহ উদ্ধার হয়। নিহত রজব আলী ওরফে রাজা একই উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের দেথের আলীর ছেলে। এর আগে গত শুক্রবার (৩১ মে) সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার সকালে গ্রামের চাষিরা মাঠে যাওয়ার পথে যুগিরহুদা-ভান্ডারদহ সড়কের পাশে ঝোড়ের ভেতর এক ব্যক্তির গলাকাটা মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার এর এম ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন ও চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী।

স্থানীয় পদ্মবিলা ইউপি সদস্য ওমর ফারুক সুমন জানান, শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন রাজা। পরিবারের সদস্যরা অনেক খোঁজ করেও তাকে পায়নি। আজ সকালে পাশের যুগিরহুদা গ্রামের মাঠে তার গলাকাটা মরদেহ পাওয়া গেছে। তিনি আরও জানান, নিহত রাজা কৃষিকাজ করতেন। তার দুই ছেলে প্রবাসে থাকেন। তার সাথে কারো তেমন শত্রুতাও নেই।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী বলেন, ‘আমরা গলাকাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত অব্যাহত রেখেছি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৪২:১৫ অপরাহ্ণ, শনিবার, ১ জুন ২০২৪

নীলকন্ঠ প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় রজব আলী ওরফে রাজা (৫০) নামের এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুন) সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের যুগিরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ থেকে তার মরদেহ উদ্ধার হয়। নিহত রজব আলী ওরফে রাজা একই উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের দেথের আলীর ছেলে। এর আগে গত শুক্রবার (৩১ মে) সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার সকালে গ্রামের চাষিরা মাঠে যাওয়ার পথে যুগিরহুদা-ভান্ডারদহ সড়কের পাশে ঝোড়ের ভেতর এক ব্যক্তির গলাকাটা মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার এর এম ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন ও চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী।

স্থানীয় পদ্মবিলা ইউপি সদস্য ওমর ফারুক সুমন জানান, শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন রাজা। পরিবারের সদস্যরা অনেক খোঁজ করেও তাকে পায়নি। আজ সকালে পাশের যুগিরহুদা গ্রামের মাঠে তার গলাকাটা মরদেহ পাওয়া গেছে। তিনি আরও জানান, নিহত রাজা কৃষিকাজ করতেন। তার দুই ছেলে প্রবাসে থাকেন। তার সাথে কারো তেমন শত্রুতাও নেই।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী বলেন, ‘আমরা গলাকাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত অব্যাহত রেখেছি।’