নিউজ ডেস্ক:
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২ মার্চ রাজধানী ঢাকাসহ সারা দেশে দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
তিনি বলেন, “ক্ষমতাসীন হওয়ার পর থেকে এই সরকার ৫ গুণ গ্যাসের দাম বাড়িয়েছে। গ্যাসের মূল্য বাড়লে জনগণ কতটুকু কষ্ট পাবে, ব্যবসা-বাণিজ্য-শিল্প কতটুকু প্রভাব পড়বে, এটা সরকার বিবেচনা করেনি।
এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্রাহক পর্যায়ে দুই দফা গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করে। গ্যাসের এ মূল্য বৃদ্ধির প্রতিবাদে বামদলগুলো মঙ্গলবার রাজধানীতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করে।
অবশ্য গ্যাসের মূল্য বৃদ্ধি বেআইনি ঘোষণায় দায়ের করা এক রিটের শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ দ্বিতীয় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধির ওপর ৬ মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন।