জেলা প্রতিনিধিঃ মোঃ বায়েজিদ –
আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলামের নিজস্ব অর্থায়নে বরিশাল ইউনিয়নের ৮টি পূজা মন্ডবে ৫ হাজার করে নগদ টাকা, ৩০০ শাড়ি ও ২০০ লুঙ্গি বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে বরিশাল ইউনিয়নের আয়োজনে ও বরিশাল ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য কেন্দ্রীয় কৃষকলীগ সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলছুম স্মৃতি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সাবেক ভিপি রফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক বিএসসি প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলায় শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত।