স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।গতকাল শুক্রবার(০৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফুলহরি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে গরুর জন্য গ্রামের মাঠে ঘাস কাটতে যায় ওই গ্রামের কৃষক খায়রুল ইসলাম। দুপুরের পর হালকা বাতাসের সাথে বৃষ্টি শুরু হয়।একপর্যায়ে বজ্রপাতে গুরুতর আহত হয় খায়রুল ইসলাম। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খায়রুল ইসলাম ওই গ্রামের মজিবর রহমানের ছেলে।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।