গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ আবু হানিফ,মোঃ বায়েজিদ-
গাইবান্ধা সদর উপজেলার বোয়ালীতে বিদ্যুতস্পৃষ্টে ১ জন রাজমিস্ত্রি নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। ১ জনকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহত হওয়ার বিষয়টি সদর হাসপাতালের জরুরী বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে।
ঘটনাস্থলের স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ ১ আগস্ট সোমবার সকাল আনুমানিক সাড়ে দশ ঘটিকার সময় গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জোরগৌড় সরকার পাড়া এলাকার রেল লাইনের পাশে থাকা ভেঙ্গে দেওয়া ফারুকের ঘর সরানোর জন্য কাজে আসে রাজমিস্ত্রি রঞ্জু (৩৫)। রাজমিস্ত্রি রঞ্জুসহ আরো কয়েকজন ফাকা মাঠ দিয়ে ঘরটি নিয়ে যাওয়ার সময় সেখানে থাকা বিদ্যুতের খোলা তারে ঘরটি লাগলে তারাটি ছিড়ে যায়। এসময় উক্ত ঘরটির টিন ধরে থাকা রঞ্জু সহ তিনজন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার রঞ্জু (৩৫)কে মৃত বলে ঘোষণা করে ও আহত ভুট্টকে হাসপাতালে ভর্তি ও ফারুককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।
উল্লেখ্য, নিহত রাজমিস্ত্রি রঞ্জু (৩৫) উক্ত ভাঙ্গা ঘড়ের মালিক ফারুকের শ্যালক। গাইবান্ধা সদর উপজেলার পিয়ারাপুর (বড়বাড়ী) গ্রামের আফসার আলীর পুত্র।