বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

শৈলকুপা উপজেলা পরিষদ উপ নির্বাচন দেশীয় অস্ত্র মাদক নিয়ে শৈলকুপায় নৌকার প্রার্থীর ছেলেসহ আটক দশ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের উপ নির্বাচনে নৌকার প্রার্থী এম আব্দুল হাকিম আহমেদের ছেলে হাসিব আহম্মেদসহ ১০ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

গতকাল শনিবার সন্ধা ৭টার দিকে শহরের কুমার নদের ব্রীজের কাছ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, সেভেন গিয়ার, চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। আটকের পর তাদের থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন, নৌকা মার্কার প্রার্থী এম আব্দুল হাকিম আহমেদের ছেলে হাসিব আহমেদ, তার বন্ধু ফোরকান রহমান, মোজাহিদ হোসেন, ইনসানুল ইসলাম, মুসা, আশরাফ হোসেন, ইমন, মাসুমবিল্লাহ, রুমান ও আজগর আলী।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, রোববার শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন। আইনশৃংখলা স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবির একটি টহল দল শৈলকুপা শহরের কুমার নদের পুরাতন ব্রীজের কাছে গাড়ী তল্লাশী করতে থাকে। তল্লাশীর এক পর্যায়ে কালো রঙের একটি মাইক্রোবাসকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

মাইক্রোবাসটি তল্লাশী করে দশ যুবককে আটক ও গাড়ি থেকে ১শ’ গ্রাম গাজা, একটি সেভেন গিয়ার, ৩টি চাইনিজ কুড়াল, দুটি হাতুড়ী, দুটি স্টিলের চাইনিজ লাঠি উদ্ধার করা হয়। ভ্রাম্যমান টহলদলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুন্নবী জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে শৈলকুপা থানায় মামলা হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular