একদিনে সর্বোচ্চ ১০ হাজার মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:০৩:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:১১ মাস পেরিয়ে গেলেও বিশ্বের বেশিরভাগ দেশেই লাগামহীনভাবে বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। বুধবার বিশ্বে করোনায় মারা গেছে ১০ হাজার মানুষ। সর্বোচ্চ ৬ লাখ মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মোট প্রানহানি ১২ লাখ ৮৮ হাজারের বেশি। মোট আক্রান্ত ৫ কোটি ২৮ লাখ ছাড়িয়েছে।

আবারো করোনাভাইরাসে দৈনিক শনাক্তের সংখ্যায় রেকর্ড হয়েছে। বিশ্বের ২১৭ দেশ ও অঞ্চলে ২৪ ঘণ্টায় ৬ লাখ মানুষের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় ১,৩১৪ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ১ লাখ ৩২ হাজার রোগী। নিউ ইয়র্কে দ্বিতীয় দফার সংক্রমণ রুখতে কড়াকড়ি আরোপ করেছেন সেখানকার মেয়র। সংক্রমণ বেড়েছে ইলিওনিস, মিনেসোটা , ক্যালিফর্নিয়া ও ফ্লোরিডায়।

যুক্তরাজ্যে বুধবার ৫৯৫ জনের প্রানহানি হয়েছে। নতুন রোগী মিলেছে ২৩ হাজার। দেশটিতে গত ২৮ দিনে ৫০ হাজার মানুষ করোনায় মারা গেছে বলে জানিয়েছে সরকার।

ফ্রান্সে ৩২৮ জনের মৃত্যু ও নতুন ৩৫ হাজার রোগী মিলেছে। বিভিন্ন শহরে লকডাউন জারির পরও ইতালিতে বুধবার ৬২৩ জন করোনায় মারা গেছে। নতুন শনাক্ত হয়েছে ৩২ হাজার রোগী। স্পেনে একদিনে ১৯ হাজার রোগী শনাক্ত হয়েছে।

জার্মানিতে বুধবার ১৯ হাজার রোগী মিলেছে। লকডাউন জারি না হলেও ডুসেলডর্ফকে করোনার হটস্পট চিহ্নিত করে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

রাশিয়াতে ১৯ হাজার রোগী শনাক্ত হয়েছে। পোল্যান্ডে হুহু করে বাড়ছে সংক্রমণ। একদিনে ২৫ হাজার রোগী পাওয়া গেছে সেখানে। গ্রিসে করোনার বিস্তার রুখতে দেশজুড়ে কারফিউ জারি হয়েছে।

করোনার উপসর্গ থাকায় চীনের তিয়াঞ্জিয়ান শহরে দুটি অঞ্চলের সব বাসিন্দার করোনা পরীক্ষা করেছে কর্তৃপক্ষ। তবে কোভিড শনাক্তকারী নিউক্লেইক এসিড টেস্টিংয়ে ৬৫ হাজার বাসিন্দার কারো দেহে ভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মীরা।

এদিকে কিছুদিন কম থাকার পর আবার সংক্রমণ বেড়েছে ভারত ও ব্রাজিলে। বুধবার দুই দেশেই যথাক্রমে ৪৮ হাজার করোনা রোগী মিলেছে।

প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে প্রথমবারের মতো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। ২৩ বছর বয়সী ওই রোগী সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। কোয়ারেন্টিনে থাকার পঞ্চম দিনে মঙ্গলবার তার শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়।

ইনডিপেনডেন্ট

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

একদিনে সর্বোচ্চ ১০ হাজার মৃত্যু

আপডেট সময় : ০৬:০৩:১৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০

নিউজ ডেস্ক:১১ মাস পেরিয়ে গেলেও বিশ্বের বেশিরভাগ দেশেই লাগামহীনভাবে বেড়ে চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। বুধবার বিশ্বে করোনায় মারা গেছে ১০ হাজার মানুষ। সর্বোচ্চ ৬ লাখ মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মোট প্রানহানি ১২ লাখ ৮৮ হাজারের বেশি। মোট আক্রান্ত ৫ কোটি ২৮ লাখ ছাড়িয়েছে।

আবারো করোনাভাইরাসে দৈনিক শনাক্তের সংখ্যায় রেকর্ড হয়েছে। বিশ্বের ২১৭ দেশ ও অঞ্চলে ২৪ ঘণ্টায় ৬ লাখ মানুষের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় ১,৩১৪ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ১ লাখ ৩২ হাজার রোগী। নিউ ইয়র্কে দ্বিতীয় দফার সংক্রমণ রুখতে কড়াকড়ি আরোপ করেছেন সেখানকার মেয়র। সংক্রমণ বেড়েছে ইলিওনিস, মিনেসোটা , ক্যালিফর্নিয়া ও ফ্লোরিডায়।

যুক্তরাজ্যে বুধবার ৫৯৫ জনের প্রানহানি হয়েছে। নতুন রোগী মিলেছে ২৩ হাজার। দেশটিতে গত ২৮ দিনে ৫০ হাজার মানুষ করোনায় মারা গেছে বলে জানিয়েছে সরকার।

ফ্রান্সে ৩২৮ জনের মৃত্যু ও নতুন ৩৫ হাজার রোগী মিলেছে। বিভিন্ন শহরে লকডাউন জারির পরও ইতালিতে বুধবার ৬২৩ জন করোনায় মারা গেছে। নতুন শনাক্ত হয়েছে ৩২ হাজার রোগী। স্পেনে একদিনে ১৯ হাজার রোগী শনাক্ত হয়েছে।

জার্মানিতে বুধবার ১৯ হাজার রোগী মিলেছে। লকডাউন জারি না হলেও ডুসেলডর্ফকে করোনার হটস্পট চিহ্নিত করে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

রাশিয়াতে ১৯ হাজার রোগী শনাক্ত হয়েছে। পোল্যান্ডে হুহু করে বাড়ছে সংক্রমণ। একদিনে ২৫ হাজার রোগী পাওয়া গেছে সেখানে। গ্রিসে করোনার বিস্তার রুখতে দেশজুড়ে কারফিউ জারি হয়েছে।

করোনার উপসর্গ থাকায় চীনের তিয়াঞ্জিয়ান শহরে দুটি অঞ্চলের সব বাসিন্দার করোনা পরীক্ষা করেছে কর্তৃপক্ষ। তবে কোভিড শনাক্তকারী নিউক্লেইক এসিড টেস্টিংয়ে ৬৫ হাজার বাসিন্দার কারো দেহে ভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মীরা।

এদিকে কিছুদিন কম থাকার পর আবার সংক্রমণ বেড়েছে ভারত ও ব্রাজিলে। বুধবার দুই দেশেই যথাক্রমে ৪৮ হাজার করোনা রোগী মিলেছে।

প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে প্রথমবারের মতো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। ২৩ বছর বয়সী ওই রোগী সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। কোয়ারেন্টিনে থাকার পঞ্চম দিনে মঙ্গলবার তার শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়।

ইনডিপেনডেন্ট