মারা যাচ্ছিলেন ড্রিউ ব্যারিম্যুর!

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:০২:২১ অপরাহ্ণ, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

টিভি সিরিজ ‘সান্টা ক্লারিটা ডায়েট’-এ অভিনয়ের সময় সত্যি সত্যি মরতে বসেছিলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ড্রিউ ব্যারিমুর। সিরিজটির প্রচারণা চালাতে এসে অভিনেত্রী নিজেই ফাঁস করেছেন এমন তথ্য।

সিরিজটিতে মানুষখেকোর চরিত্রে অভিনয় করেছেন ড্রিউ। একটা দৃশ্যে ড্রিউকে তার সহশিল্পীর ওপর আক্রমণ চালাতে হবে। ড্রিউ সেটা পারেননি। উল্টো মেঝেতে পড়ে হাড় ভেঙে ফেলেন। দুর্ঘটনার পর এক সপ্তাহ হাসপাতাকে কাটাতে হয় ৪১ বছর বয়সী এ অভিনেত্রীকে।

সুস্থ হওয়ার পর কী করেছিলেন ড্রিউ? সেটে গিয়ে সেই একই দৃশ্যের শ্যুটিং করেছিলেন। তিনি জানান, দুর্ঘটনার পর খুব ভয় করছিল। তবে সেটের সবাই সাহায্য করেছেন। দৃশ্যটি যাতে একেবারে নেয়া যায় তার চেষ্টা করেছেন।

ড্রিউ বলেন, ‘তারা আমার পরিবারের কেউ নন। অথচ আন্তরিকতার সঙ্গে সবসময় আমার খোঁজ নিয়েছেন। মানুষের কাছ থেকে এমন ভালো আচরণ পেলে খুবই ভালো লাগে। ‘ সূত্র : ফক্স নিউজ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মারা যাচ্ছিলেন ড্রিউ ব্যারিম্যুর!

আপডেট সময় : ০৭:০২:২১ অপরাহ্ণ, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

টিভি সিরিজ ‘সান্টা ক্লারিটা ডায়েট’-এ অভিনয়ের সময় সত্যি সত্যি মরতে বসেছিলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ড্রিউ ব্যারিমুর। সিরিজটির প্রচারণা চালাতে এসে অভিনেত্রী নিজেই ফাঁস করেছেন এমন তথ্য।

সিরিজটিতে মানুষখেকোর চরিত্রে অভিনয় করেছেন ড্রিউ। একটা দৃশ্যে ড্রিউকে তার সহশিল্পীর ওপর আক্রমণ চালাতে হবে। ড্রিউ সেটা পারেননি। উল্টো মেঝেতে পড়ে হাড় ভেঙে ফেলেন। দুর্ঘটনার পর এক সপ্তাহ হাসপাতাকে কাটাতে হয় ৪১ বছর বয়সী এ অভিনেত্রীকে।

সুস্থ হওয়ার পর কী করেছিলেন ড্রিউ? সেটে গিয়ে সেই একই দৃশ্যের শ্যুটিং করেছিলেন। তিনি জানান, দুর্ঘটনার পর খুব ভয় করছিল। তবে সেটের সবাই সাহায্য করেছেন। দৃশ্যটি যাতে একেবারে নেয়া যায় তার চেষ্টা করেছেন।

ড্রিউ বলেন, ‘তারা আমার পরিবারের কেউ নন। অথচ আন্তরিকতার সঙ্গে সবসময় আমার খোঁজ নিয়েছেন। মানুষের কাছ থেকে এমন ভালো আচরণ পেলে খুবই ভালো লাগে। ‘ সূত্র : ফক্স নিউজ