রবিবার | ২১ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo কুমিল্লায় আইদি পরিবহন প্রবেশে প্রতিবন্ধকতা, চাঁদপুরে মানববন্ধন Logo মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চাঁদপুর-৩ আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ Logo আগামী ২৭ ডিসেম্বর শনিবার চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা Logo তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল Logo সুদানের আবেই শান্তিরক্ষা মিশনের ড্রোন হামলায় শহীদ সেনা সদস্যের রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন পলাশবাড়ীতে Logo ৪৭৫ কোটি টাকা ‘জলে’: খনন শেষ হতেই ভরাট সাতক্ষীরার নদী-খাল ​জলাবদ্ধতা কাটেনি, উল্টো সেচ সংকটে কৃষক ও ঘেরমালিকরা ​ Logo খুবিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাস্টার্স ও পিএইচডি ভর্তি শুরু Logo মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারী আটক Logo ইবিতে শহীদ ওসমান হাদি ও দীপু দাশ স্মরণে শান্তি প্রার্থনা Logo ফাউন্ডেশন ফর ডাঃ আব্দুল হাই মেধাবৃত্তিতে অংশ নিল ২২৫ শিক্ষার্থী

বিএনপি নেতা-কর্মীদের কর্মসূচি দিয়ে মাঠে থাকার সাহস নেই।

  • আপডেট সময় : ০৩:০২:০৩ অপরাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২০
  • ৭৮৩ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে। এরপর বিএনপির তৃণমূলের দাবি ছিলো- কঠোর কর্মসূচি দিয়ে আন্দোলন করার। কিন্তু কেন্দ্র থেকে সামান্য বিক্ষোভ আর সমাবেশ ছাড়া তেমন কোনো কর্মসূচি দিতে পারেনি দলটি। এতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রতি ক্ষোভ বাড়ছে তৃণমূলের। 
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, অদক্ষ নেতৃত্ব আর সিদ্ধান্তহীনতার কারণেই বিএনপির হাইকমান্ড কর্মসূচি দিতে ব্যর্থ হয়েছে। বছরজুড়ে বিএনপির সিনিয়র নেতা থেকে শুরু করে মাঝারি ও তৃণমূল নেতারা দোয়া-মোনাজাত, কালো পতাকা মিছিল, মানববন্ধন, সমাবেশ, ঘরোয়া আলোচনা সভা আর ছোটখাটো বিক্ষোভ কর্মসূচি করেছে। এ সময় তারা বড় আন্দোলনের হুমকি দিলেও কার্যত কোনো কর্মসূচি গ্রহণ করতে পারেনি। এমনকি ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলোতেও বড় সমাবেশ করতে ব্যর্থ হয়েছে তারা।
তারা বলেন, কে দেবে বিএনপির কর্মসূচি? বিএনপি নেতা-কর্মীদের কর্মসূচি দিয়ে মাঠে থাকার সাহস নেই। এ পর্যন্ত তাদের নেতাকর্মীরা কোনো আন্দোলন বেগবান করতে পারেনি। এমনকি আন্দোলনের ডাক দিলেও বিএনপির নেতাকর্মীরা মাঠে আসেন না। আর বর্তমানে তো বিএনপিতে কর্মসূচি দেয়ার মতো কেউই নেই। 
তারা আরো বলেন, বিএনপির সিনিয়র নেতারা ঘরে বসে শুধু প্রেস ব্রিফিং আর সরকারের সমালোচনা করতেই ব্যস্ত। বলা চলে, বিএনপির নেতারা শুধু নামে আছে, রাজনীতির মাঠে নেই। আর সেই ক্ষোভ থেকেই নেতাকর্মীদের  মধ্যে এক ধরনের দূরত্ব বাড়ছে। বর্তমানে বিএনপির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল আর হিংসাত্মক রাজনীতি প্রকাশ্যে চলছে। 
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে সিনিয়র নেতারা যথাসময়ে কঠিন কর্মসূচি দেয়ার কথা বলেন। তবে বছরের পর বছর পার হলেও এই কর্মসূচি শুধু বক্তব্যের মধ্যেই রয়েছে, মাঠের রাজনীতি ও আন্দোলন তাদের পক্ষে করা সম্ভব হয়নি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, বিএনপির আন্দোলন শুধু মুখে মুখেই। বাস্তবে মাঠের আন্দোলন করার সাহস তাদের নেই। আর আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকেন তারা। এতোগুলো বছরের মধ্যে একটি আন্দোলনও করতে পারেনি বিএনপি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় আইদি পরিবহন প্রবেশে প্রতিবন্ধকতা, চাঁদপুরে মানববন্ধন

বিএনপি নেতা-কর্মীদের কর্মসূচি দিয়ে মাঠে থাকার সাহস নেই।

আপডেট সময় : ০৩:০২:০৩ অপরাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২০
নিউজ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে। এরপর বিএনপির তৃণমূলের দাবি ছিলো- কঠোর কর্মসূচি দিয়ে আন্দোলন করার। কিন্তু কেন্দ্র থেকে সামান্য বিক্ষোভ আর সমাবেশ ছাড়া তেমন কোনো কর্মসূচি দিতে পারেনি দলটি। এতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রতি ক্ষোভ বাড়ছে তৃণমূলের। 
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, অদক্ষ নেতৃত্ব আর সিদ্ধান্তহীনতার কারণেই বিএনপির হাইকমান্ড কর্মসূচি দিতে ব্যর্থ হয়েছে। বছরজুড়ে বিএনপির সিনিয়র নেতা থেকে শুরু করে মাঝারি ও তৃণমূল নেতারা দোয়া-মোনাজাত, কালো পতাকা মিছিল, মানববন্ধন, সমাবেশ, ঘরোয়া আলোচনা সভা আর ছোটখাটো বিক্ষোভ কর্মসূচি করেছে। এ সময় তারা বড় আন্দোলনের হুমকি দিলেও কার্যত কোনো কর্মসূচি গ্রহণ করতে পারেনি। এমনকি ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলোতেও বড় সমাবেশ করতে ব্যর্থ হয়েছে তারা।
তারা বলেন, কে দেবে বিএনপির কর্মসূচি? বিএনপি নেতা-কর্মীদের কর্মসূচি দিয়ে মাঠে থাকার সাহস নেই। এ পর্যন্ত তাদের নেতাকর্মীরা কোনো আন্দোলন বেগবান করতে পারেনি। এমনকি আন্দোলনের ডাক দিলেও বিএনপির নেতাকর্মীরা মাঠে আসেন না। আর বর্তমানে তো বিএনপিতে কর্মসূচি দেয়ার মতো কেউই নেই। 
তারা আরো বলেন, বিএনপির সিনিয়র নেতারা ঘরে বসে শুধু প্রেস ব্রিফিং আর সরকারের সমালোচনা করতেই ব্যস্ত। বলা চলে, বিএনপির নেতারা শুধু নামে আছে, রাজনীতির মাঠে নেই। আর সেই ক্ষোভ থেকেই নেতাকর্মীদের  মধ্যে এক ধরনের দূরত্ব বাড়ছে। বর্তমানে বিএনপির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল আর হিংসাত্মক রাজনীতি প্রকাশ্যে চলছে। 
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে সিনিয়র নেতারা যথাসময়ে কঠিন কর্মসূচি দেয়ার কথা বলেন। তবে বছরের পর বছর পার হলেও এই কর্মসূচি শুধু বক্তব্যের মধ্যেই রয়েছে, মাঠের রাজনীতি ও আন্দোলন তাদের পক্ষে করা সম্ভব হয়নি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, বিএনপির আন্দোলন শুধু মুখে মুখেই। বাস্তবে মাঠের আন্দোলন করার সাহস তাদের নেই। আর আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকেন তারা। এতোগুলো বছরের মধ্যে একটি আন্দোলনও করতে পারেনি বিএনপি।