শিরোনাম :
Logo জাবি ছাত্রদলের বর্ধিত কমিটি নিয়ে নানা সমালোচনা Logo দৈনিক কালের কন্ঠের সম্পাদকের সাথে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ Logo সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ! Logo গল্লামারী মৎস্য খামার হস্তান্তরে প্রধান উপদেষ্টার কাছে খুবি শিক্ষার্থীদের খোলা চিঠি Logo ইবিতে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে চার সদস্যের তদন্ত কমিটি Logo খুবির আবাসন সংকট ও ক্যাম্পাস সম্প্রসারণ নিরসনে বাধা গল্লামারী মৎস্য খামার Logo রাজশাহী বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটির সভাপতি নিতু, সাধারণ সম্পাদক রিদয় Logo ডাঃ আব্দুল হাই ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ: ৯৩ কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ ও নগদ সহায়তা প্রদান Logo সিরাজগঞ্জে রাস্তার কাজ শেষ হওয়ার আগেই ফাটল! প্রশাসনের তদন্তে অনিয়মের প্রমাণ Logo আব্দুর রহমানের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: জবির ফিন্যান্স ১৭তম ব্যাচের সহপাঠীদের বিবৃতি

বিএনপি নেতারা দলের মধ্যে একে অপরকে বিশ্বাস করছেন না।

  • আপডেট সময় : ০২:৩০:০০ অপরাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২০
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপির জনশক্তি ও জনসমর্থন বর্তমানে একদম তলানিতে। শুধু তাই-ই নয় দলের মধ্যে নেতারাও একে অপরকে বিশ্বাস করছেন না। আর এ বিশ্বাস ঘাটতি বিএনপির ঘুরে দাঁড়ানোর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তাদের মতে, বিএনপির দুর্দশার জন্য দায়ী দলের মূল নেতৃত্ব। পাশাপাশি দলের সিদ্ধান্তহীনতার কারণে নেতাদের মধ্যে বিশ্বাসের ঘাটতি থাকায় কোনো কিছুতেই সফল হয়নি বিএনপি।

দলটির তৃণমূলের নেতারা মনে করেন, বিএনপির আকস্মিক সিদ্ধান্ত আর দলের নেতাদের মধ্যে বিশ্বাসের ঘাটতি ও ঐক্য না থাকায় নেতাকর্মীরা মাঠে নেই। একেকবার একেক সিদ্ধান্ত দিয়ে আবার সেই সিদ্ধান্ত থেকে হঠাৎ সরে আসায় দলের ভেতরে এবং বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দলের নেতৃত্ব। এখন দলের সিনিয়র নেতারাও ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন। বিএনপির নেতাদের মধ্যে মতবিরোধ আছে, সেজন্য কোনো সিদ্ধান্ত নিয়ে স্থির থাকতে পারছে না দলটি।

তারা বলেন, দলের সিদ্ধান্তহীনতা আর নেতাদের বিশ্বাসের ঘাটতির কারণে বিরোধের দানা বাঁধছে। কোনো ইস্যুতে বিএনপি নেতারা এক জায়গায় পৌঁছাতে পারছেন না। তাই বিএনপির কোনো কর্মসূচি সফলতার মুখ দেখছে না।

এদিকে, জাতীয় নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়। তখন ঐক্যফ্রন্টকে বিএনপির নেতাকর্মীরা ঘুরে দাঁড়ানোর প্ল্যাটফর্ম হিসেবে দেখেছিলো। কিন্তু সেই ঐক্যফ্রন্টও বিশ্বাসের ঘাটতির কারণে সফল হতে পারেনি। নির্বাচনে বিপর্যয়ের পর সেই ফ্রন্ট নিয়েই বিএনপিতে বিতর্ক দেখা দেয়। আর এখন ঐক্যফ্রন্ট পুরোদমে বিশ্রামে আছে।

বিএনপির এক নেতা বলেন, দলের স্থায়ী কমিটির সদস্যদের মাঝে বিশ্বাসের ঘাটতি ছিলো এবং নির্বাচনের পর দলের মহাসচিব ছাড়া আর কেউ জয়ী না হওয়ায় সেই ঘাটতি আরো বেড়েছে। সে কারণে দলের নেতারা অগ্রাধিকার বিষয়গুলো বা সমস্যা চিহ্নিত করতে পারছেন না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, বিএনপি নেতাদের দলের নেতৃত্বের প্রতি বিশ্বাস নেই। তারা নিজেরাই নিজেদের ঘর ভাঙার জন্য তৎপর। বিএনপির অনেক নেতাই দল ত্যাগ করে অন্য দলে যোগ দিচ্ছেন। দলের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকলে কোনো নেতা দল ত্যাগ করে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবি ছাত্রদলের বর্ধিত কমিটি নিয়ে নানা সমালোচনা

বিএনপি নেতারা দলের মধ্যে একে অপরকে বিশ্বাস করছেন না।

আপডেট সময় : ০২:৩০:০০ অপরাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২০

নিউজ ডেস্ক:

বিএনপির জনশক্তি ও জনসমর্থন বর্তমানে একদম তলানিতে। শুধু তাই-ই নয় দলের মধ্যে নেতারাও একে অপরকে বিশ্বাস করছেন না। আর এ বিশ্বাস ঘাটতি বিএনপির ঘুরে দাঁড়ানোর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তাদের মতে, বিএনপির দুর্দশার জন্য দায়ী দলের মূল নেতৃত্ব। পাশাপাশি দলের সিদ্ধান্তহীনতার কারণে নেতাদের মধ্যে বিশ্বাসের ঘাটতি থাকায় কোনো কিছুতেই সফল হয়নি বিএনপি।

দলটির তৃণমূলের নেতারা মনে করেন, বিএনপির আকস্মিক সিদ্ধান্ত আর দলের নেতাদের মধ্যে বিশ্বাসের ঘাটতি ও ঐক্য না থাকায় নেতাকর্মীরা মাঠে নেই। একেকবার একেক সিদ্ধান্ত দিয়ে আবার সেই সিদ্ধান্ত থেকে হঠাৎ সরে আসায় দলের ভেতরে এবং বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দলের নেতৃত্ব। এখন দলের সিনিয়র নেতারাও ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন। বিএনপির নেতাদের মধ্যে মতবিরোধ আছে, সেজন্য কোনো সিদ্ধান্ত নিয়ে স্থির থাকতে পারছে না দলটি।

তারা বলেন, দলের সিদ্ধান্তহীনতা আর নেতাদের বিশ্বাসের ঘাটতির কারণে বিরোধের দানা বাঁধছে। কোনো ইস্যুতে বিএনপি নেতারা এক জায়গায় পৌঁছাতে পারছেন না। তাই বিএনপির কোনো কর্মসূচি সফলতার মুখ দেখছে না।

এদিকে, জাতীয় নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়। তখন ঐক্যফ্রন্টকে বিএনপির নেতাকর্মীরা ঘুরে দাঁড়ানোর প্ল্যাটফর্ম হিসেবে দেখেছিলো। কিন্তু সেই ঐক্যফ্রন্টও বিশ্বাসের ঘাটতির কারণে সফল হতে পারেনি। নির্বাচনে বিপর্যয়ের পর সেই ফ্রন্ট নিয়েই বিএনপিতে বিতর্ক দেখা দেয়। আর এখন ঐক্যফ্রন্ট পুরোদমে বিশ্রামে আছে।

বিএনপির এক নেতা বলেন, দলের স্থায়ী কমিটির সদস্যদের মাঝে বিশ্বাসের ঘাটতি ছিলো এবং নির্বাচনের পর দলের মহাসচিব ছাড়া আর কেউ জয়ী না হওয়ায় সেই ঘাটতি আরো বেড়েছে। সে কারণে দলের নেতারা অগ্রাধিকার বিষয়গুলো বা সমস্যা চিহ্নিত করতে পারছেন না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, বিএনপি নেতাদের দলের নেতৃত্বের প্রতি বিশ্বাস নেই। তারা নিজেরাই নিজেদের ঘর ভাঙার জন্য তৎপর। বিএনপির অনেক নেতাই দল ত্যাগ করে অন্য দলে যোগ দিচ্ছেন। দলের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকলে কোনো নেতা দল ত্যাগ করে না।