শিরোনাম :
Logo ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মালখানগর ঐক্যতান সমাজকল্যাণ সংগঠনের শুভেচ্ছা Logo চাঁদপুরে ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo রাবিতে প্রো-ভিসি’র ওপর হামলার প্রতিবাদে ইবি জিয়া পরিষদের নিন্দা Logo উৎসবমুখর  পরিবেশে কয়রায় পালিত হতে যাচ্ছে  শারদীয় দুর্গা উৎসব Logo কচুয়ায় ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ ও মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও গণস্বাক্ষর Logo চাঁদপুরে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মানববন্ধন Logo ইবিতে বৃক্ষ বিতরণ কর্মসূচিতে সম্প্রীতির বার্তা Logo বর্ণাঢ্য আয়োজনে ইবিতে নবীনবরণ সম্পন্ন Logo যুবকদের কর্মসংস্থানে নতুন সম্ভাবনা-কয়রায় প্রশিক্ষণ সংলাপ  Logo

বিএনপি নেতারা দলের মধ্যে একে অপরকে বিশ্বাস করছেন না।

  • আপডেট সময় : ০২:৩০:০০ অপরাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২০
  • ৭৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপির জনশক্তি ও জনসমর্থন বর্তমানে একদম তলানিতে। শুধু তাই-ই নয় দলের মধ্যে নেতারাও একে অপরকে বিশ্বাস করছেন না। আর এ বিশ্বাস ঘাটতি বিএনপির ঘুরে দাঁড়ানোর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তাদের মতে, বিএনপির দুর্দশার জন্য দায়ী দলের মূল নেতৃত্ব। পাশাপাশি দলের সিদ্ধান্তহীনতার কারণে নেতাদের মধ্যে বিশ্বাসের ঘাটতি থাকায় কোনো কিছুতেই সফল হয়নি বিএনপি।

দলটির তৃণমূলের নেতারা মনে করেন, বিএনপির আকস্মিক সিদ্ধান্ত আর দলের নেতাদের মধ্যে বিশ্বাসের ঘাটতি ও ঐক্য না থাকায় নেতাকর্মীরা মাঠে নেই। একেকবার একেক সিদ্ধান্ত দিয়ে আবার সেই সিদ্ধান্ত থেকে হঠাৎ সরে আসায় দলের ভেতরে এবং বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দলের নেতৃত্ব। এখন দলের সিনিয়র নেতারাও ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন। বিএনপির নেতাদের মধ্যে মতবিরোধ আছে, সেজন্য কোনো সিদ্ধান্ত নিয়ে স্থির থাকতে পারছে না দলটি।

তারা বলেন, দলের সিদ্ধান্তহীনতা আর নেতাদের বিশ্বাসের ঘাটতির কারণে বিরোধের দানা বাঁধছে। কোনো ইস্যুতে বিএনপি নেতারা এক জায়গায় পৌঁছাতে পারছেন না। তাই বিএনপির কোনো কর্মসূচি সফলতার মুখ দেখছে না।

এদিকে, জাতীয় নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়। তখন ঐক্যফ্রন্টকে বিএনপির নেতাকর্মীরা ঘুরে দাঁড়ানোর প্ল্যাটফর্ম হিসেবে দেখেছিলো। কিন্তু সেই ঐক্যফ্রন্টও বিশ্বাসের ঘাটতির কারণে সফল হতে পারেনি। নির্বাচনে বিপর্যয়ের পর সেই ফ্রন্ট নিয়েই বিএনপিতে বিতর্ক দেখা দেয়। আর এখন ঐক্যফ্রন্ট পুরোদমে বিশ্রামে আছে।

বিএনপির এক নেতা বলেন, দলের স্থায়ী কমিটির সদস্যদের মাঝে বিশ্বাসের ঘাটতি ছিলো এবং নির্বাচনের পর দলের মহাসচিব ছাড়া আর কেউ জয়ী না হওয়ায় সেই ঘাটতি আরো বেড়েছে। সে কারণে দলের নেতারা অগ্রাধিকার বিষয়গুলো বা সমস্যা চিহ্নিত করতে পারছেন না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, বিএনপি নেতাদের দলের নেতৃত্বের প্রতি বিশ্বাস নেই। তারা নিজেরাই নিজেদের ঘর ভাঙার জন্য তৎপর। বিএনপির অনেক নেতাই দল ত্যাগ করে অন্য দলে যোগ দিচ্ছেন। দলের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকলে কোনো নেতা দল ত্যাগ করে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মালখানগর ঐক্যতান সমাজকল্যাণ সংগঠনের শুভেচ্ছা

বিএনপি নেতারা দলের মধ্যে একে অপরকে বিশ্বাস করছেন না।

আপডেট সময় : ০২:৩০:০০ অপরাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২০

নিউজ ডেস্ক:

বিএনপির জনশক্তি ও জনসমর্থন বর্তমানে একদম তলানিতে। শুধু তাই-ই নয় দলের মধ্যে নেতারাও একে অপরকে বিশ্বাস করছেন না। আর এ বিশ্বাস ঘাটতি বিএনপির ঘুরে দাঁড়ানোর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তাদের মতে, বিএনপির দুর্দশার জন্য দায়ী দলের মূল নেতৃত্ব। পাশাপাশি দলের সিদ্ধান্তহীনতার কারণে নেতাদের মধ্যে বিশ্বাসের ঘাটতি থাকায় কোনো কিছুতেই সফল হয়নি বিএনপি।

দলটির তৃণমূলের নেতারা মনে করেন, বিএনপির আকস্মিক সিদ্ধান্ত আর দলের নেতাদের মধ্যে বিশ্বাসের ঘাটতি ও ঐক্য না থাকায় নেতাকর্মীরা মাঠে নেই। একেকবার একেক সিদ্ধান্ত দিয়ে আবার সেই সিদ্ধান্ত থেকে হঠাৎ সরে আসায় দলের ভেতরে এবং বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দলের নেতৃত্ব। এখন দলের সিনিয়র নেতারাও ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন। বিএনপির নেতাদের মধ্যে মতবিরোধ আছে, সেজন্য কোনো সিদ্ধান্ত নিয়ে স্থির থাকতে পারছে না দলটি।

তারা বলেন, দলের সিদ্ধান্তহীনতা আর নেতাদের বিশ্বাসের ঘাটতির কারণে বিরোধের দানা বাঁধছে। কোনো ইস্যুতে বিএনপি নেতারা এক জায়গায় পৌঁছাতে পারছেন না। তাই বিএনপির কোনো কর্মসূচি সফলতার মুখ দেখছে না।

এদিকে, জাতীয় নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়। তখন ঐক্যফ্রন্টকে বিএনপির নেতাকর্মীরা ঘুরে দাঁড়ানোর প্ল্যাটফর্ম হিসেবে দেখেছিলো। কিন্তু সেই ঐক্যফ্রন্টও বিশ্বাসের ঘাটতির কারণে সফল হতে পারেনি। নির্বাচনে বিপর্যয়ের পর সেই ফ্রন্ট নিয়েই বিএনপিতে বিতর্ক দেখা দেয়। আর এখন ঐক্যফ্রন্ট পুরোদমে বিশ্রামে আছে।

বিএনপির এক নেতা বলেন, দলের স্থায়ী কমিটির সদস্যদের মাঝে বিশ্বাসের ঘাটতি ছিলো এবং নির্বাচনের পর দলের মহাসচিব ছাড়া আর কেউ জয়ী না হওয়ায় সেই ঘাটতি আরো বেড়েছে। সে কারণে দলের নেতারা অগ্রাধিকার বিষয়গুলো বা সমস্যা চিহ্নিত করতে পারছেন না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, বিএনপি নেতাদের দলের নেতৃত্বের প্রতি বিশ্বাস নেই। তারা নিজেরাই নিজেদের ঘর ভাঙার জন্য তৎপর। বিএনপির অনেক নেতাই দল ত্যাগ করে অন্য দলে যোগ দিচ্ছেন। দলের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকলে কোনো নেতা দল ত্যাগ করে না।