বুধবার | ৫ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল

চুয়াডাঙ্গায় আলমসাধু থেকে ছিট‌কে প‌ড়ে মাছ ব‌্যবসায়ীর মৃত‌্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:১২:০৬ অপরাহ্ণ, রবিবার, ১৪ জুন ২০২০
  • ৭৮৬ বার পড়া হয়েছে

শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নিধি : 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আলমসাধু (শ‌্যা‌লো ই‌ঞ্জিন চা‌লিত বড় ভ‌্যান)
থে‌কে ছিটকে পড়ে আনারুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ (রবিবার) বেলা ১১ টায় উপজেলার হোগলডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনারুল ইসলাম (৪৫ ) হোগলডাঙ্গা গ্রামের হানেফ আলীর ছেলে।

দামুড়হুদা মডেল থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক
প্রত‌্যক্ষদ‌র্শিদের বরাত দি‌য়ে ব‌লেন, সকাল ১১ টার দি‌কে  আলমসাধুযোগে
চুয়াডাঙ্গা মা‌ছের আড়ৎ এ মাছ বি‌ক্রি করার জন্য যাচ্ছিল আনারুল। যাওয়ার
প‌থে গ্রামের মোড়ে পৌঁছালে আলমসাধুর পিছনের এক‌টি চাকা খুলে ছিট‌কে যায়।
এতে আলমসাধু থেকে মাছের ড্রামসহ আনারুল ছিটকে সড়কের পা‌শে একটি গাছের
সাথে ধাক্কা লেগে গুরুতর জখম হয়। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। # #

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সকালে চকরিয়ার সড়কে ৫জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় আলমসাধু থেকে ছিট‌কে প‌ড়ে মাছ ব‌্যবসায়ীর মৃত‌্যু

আপডেট সময় : ০৭:১২:০৬ অপরাহ্ণ, রবিবার, ১৪ জুন ২০২০

শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নিধি : 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আলমসাধু (শ‌্যা‌লো ই‌ঞ্জিন চা‌লিত বড় ভ‌্যান)
থে‌কে ছিটকে পড়ে আনারুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ (রবিবার) বেলা ১১ টায় উপজেলার হোগলডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনারুল ইসলাম (৪৫ ) হোগলডাঙ্গা গ্রামের হানেফ আলীর ছেলে।

দামুড়হুদা মডেল থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক
প্রত‌্যক্ষদ‌র্শিদের বরাত দি‌য়ে ব‌লেন, সকাল ১১ টার দি‌কে  আলমসাধুযোগে
চুয়াডাঙ্গা মা‌ছের আড়ৎ এ মাছ বি‌ক্রি করার জন্য যাচ্ছিল আনারুল। যাওয়ার
প‌থে গ্রামের মোড়ে পৌঁছালে আলমসাধুর পিছনের এক‌টি চাকা খুলে ছিট‌কে যায়।
এতে আলমসাধু থেকে মাছের ড্রামসহ আনারুল ছিটকে সড়কের পা‌শে একটি গাছের
সাথে ধাক্কা লেগে গুরুতর জখম হয়। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। # #