নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় ২ শ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে সদর উপজেলার কুকিয়াচাঁদপুর গ্রামের প্রতিবন্ধী স্কুলের সামনে থেকে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ওই ট্রাকটি। আটক ট্রাকচালক ইমরান হোসেন (২৮) দর্শনা রামনগর গ্রামের আজিমের জামাই ও ঝিনাইদহ সদর উপজেলার সালিয়া গ্রামের হাসানুজ্জামানের ছেলে।চুয়াডাঙ্গায় ২ শ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে সদর উপজেলার কুকিয়াচাঁদপুর গ্রামের প্রতিবন্ধী স্কুলের সামনে থেকে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ওই ট্রাকটি। আটক ট্রাকচালক ইমরান হোসেন (২৮) দর্শনা রামনগর গ্রামের আজিমের জামাই ও ঝিনাইদহ সদর উপজেলার সালিয়া গ্রামের হাসানুজ্জামানের ছেলে। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) একরামুল হোসাইন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) লাবলু হোসেন ফোর্স নিয়ে কুকিয়া চাঁদপুর গ্রামের প্রতিবন্ধী স্কুলের সামনে চেকপোস্ট বসান। এ সময় দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ন-১৬-৭৭৯৩ রেজিস্ট্রেশন নম্বরের একটি মিনি ট্রাকের গতিরোধ করে তাতে তল্লাশি চালান। তল্লাশিকালে ট্রাকরে পেছনের পাটাতনের নিচ থেকে বিশেষ কায়দায় রাখা ২ শ বোতল ফেনসিডিল ও বাঁশ পাতার খামে স্কসটেপ দিয়ে মোড়ানো ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকচালক ইমরান হোসেনকে আটকসহ ওই ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়। ফেনসিডিল-গাঁজাসহ ইমরান হোসেন নামে একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, আটক ইমরানসহ উদ্ধারকৃত মাদকের সঙ্গে জড়িতদের বিষয়ে অনুসন্ধান চলাচ্ছে পুলিশ। একই সঙ্গে তিনি আরও বলেন, আটক ইমরানসহ জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করবে সদর থানার পুলিশ।