সোমবার | ২২ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জেলেনস্কির Logo নির্বাচনে আস্থার পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথবাহিনী: ইসি সানাউল্লাহ Logo রজব মাসের চাঁদ দেখা গেছে Logo কুমিল্লায় আইদি পরিবহন প্রবেশে প্রতিবন্ধকতা, চাঁদপুরে মানববন্ধন Logo মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চাঁদপুর-৩ আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ Logo আগামী ২৭ ডিসেম্বর শনিবার চর্যাপদ সাহিত্য একাডেমির শীতকালীন গিটারসন্ধ্যা Logo তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল Logo সুদানের আবেই শান্তিরক্ষা মিশনের ড্রোন হামলায় শহীদ সেনা সদস্যের রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন পলাশবাড়ীতে Logo ৪৭৫ কোটি টাকা ‘জলে’: খনন শেষ হতেই ভরাট সাতক্ষীরার নদী-খাল ​জলাবদ্ধতা কাটেনি, উল্টো সেচ সংকটে কৃষক ও ঘেরমালিকরা ​ Logo খুবিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাস্টার্স ও পিএইচডি ভর্তি শুরু

ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবক আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১০:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২০
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের নিকট থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা পৌর শহরের শেকড়াতলা পাড়ার নওশাবের ছেলে লিখন (২০), মুক্তিপাড়ার ইনতাজুল হকের ছেলে স্বাধীন (২০) ও পূজাতলা পাড়ার কৃষ্ণ সাহার ছেলে নিপুন সাহা (১৮)।চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের নিকট থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা পৌর শহরের শেকড়াতলা পাড়ার নওশাবের ছেলে লিখন (২০), মুক্তিপাড়ার ইনতাজুল হকের ছেলে স্বাধীন (২০) ও পূজাতলা পাড়ার কৃষ্ণ সাহার ছেলে নিপুন সাহা (১৮)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ডাকাতির উদ্দেশ্যে এক দল যুবক দেশীয় অস্ত্র নিয়ে ঘোড়ামারা ব্রিজের নিকট অবস্থান করছে। এমন সংবাদের সূত্র ধরে চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম ও সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন সরকার ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরতলীর আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের নিকট অভিযান চালান। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও লিখন, স্বাধীন ও নিপুন নামের তিনজনকে আটক করে পুলিশ। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি দেশীয় রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে। ডাকাতির প্রস্তুতির ঘটনায় তিনজনকে আটকরে সত্যতা নিশ্চিত করে রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, আটক যুবকদের পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়াসহ ডাকাতি করা বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পালাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জেলেনস্কির

ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবক আটক

আপডেট সময় : ১২:১০:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২০

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের নিকট থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা পৌর শহরের শেকড়াতলা পাড়ার নওশাবের ছেলে লিখন (২০), মুক্তিপাড়ার ইনতাজুল হকের ছেলে স্বাধীন (২০) ও পূজাতলা পাড়ার কৃষ্ণ সাহার ছেলে নিপুন সাহা (১৮)।চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের নিকট থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা পৌর শহরের শেকড়াতলা পাড়ার নওশাবের ছেলে লিখন (২০), মুক্তিপাড়ার ইনতাজুল হকের ছেলে স্বাধীন (২০) ও পূজাতলা পাড়ার কৃষ্ণ সাহার ছেলে নিপুন সাহা (১৮)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ডাকাতির উদ্দেশ্যে এক দল যুবক দেশীয় অস্ত্র নিয়ে ঘোড়ামারা ব্রিজের নিকট অবস্থান করছে। এমন সংবাদের সূত্র ধরে চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম ও সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন সরকার ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরতলীর আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের নিকট অভিযান চালান। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও লিখন, স্বাধীন ও নিপুন নামের তিনজনকে আটক করে পুলিশ। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি দেশীয় রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে। ডাকাতির প্রস্তুতির ঘটনায় তিনজনকে আটকরে সত্যতা নিশ্চিত করে রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, আটক যুবকদের পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়াসহ ডাকাতি করা বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পালাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।