মঙ্গলবার | ১৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ‘সেনা হেফাজতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু’ Logo শিয়ালকোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংঘর্ষ: নারীসহ অন্তত ৮ জন আহত Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী Logo পরিকল্পিতভাবে ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, অভিযোগ শিবির সমর্থিত বেরোবি শিক্ষার্থী পরিষদ প্যানেলের  Logo ব্রাকসু নির্বাচনের চতুর্থত বার পুনঃতফসিল ঘোষণা  Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম: পরিদর্শনে উপাচার্য ও উপ-উপাচার্য Logo গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি Logo যৌন নিপীড়নের দায়ে খুবি শিক্ষককে দুই বছরের অব্যাহিত  Logo বারিষাব ইউনিয়নের ১০৩/৭৭ আল-তৌফিকী সড়ক পাকা ও আধুনিকীকরণের জরুরি প্রয়োজন Logo মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক

লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাসুদের বিরুদ্ধে

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪৪:৫৯ পূর্বাহ্ণ, বুধবার, ৯ অক্টোবর ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

জীবননগরে বিদেশে মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে প্রতারণা
নিউজ ডেস্ক:বিদেশে ভালো কাজ ও মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসা দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে জীবননগরের মাসুদ রানার বিরুদ্ধে। অভিযুক্ত মাসুদ রানা জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মমিন উদ্দিনের ছেলে।বিদেশে ভালো কাজ ও মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসা দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে জীবননগরের মাসুদ রানার বিরুদ্ধে। অভিযুক্ত মাসুদ রানা জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মমিন উদ্দিনের ছেলে। ভুক্তভোগী এক পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি জীবননগর পৌর শহরের হাইস্কুল পাড়ার আজাদ হোসেনের ছেলে আকমল সাঈদকে ইরাকে ভালো কাজ দেওয়ার নাম করে তাঁর নিকট থেকে ৪ লাখ টাকা হাতিয়ে নেন মাসুদ রানা। পরবর্তী সময়ে তাঁকে ইরাকে পাঠানো হলেও ইমিগ্রেশন-সংক্রান্ত কাগজপত্রে ত্রুটি থাকায় তাঁকে দুই মাস কোনো কাজকর্ম না দিয়ে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়। গত ১৮ আগস্ট ভুয়া কাগজপত্রে অবৈধভাবে ইরাকে প্রবেশ করায় তাঁকে ইরাকের পুলিশ আটক করে জেলহাজতে প্রেরণ করে। এরপর থেকে এখন পর্যন্ত সেখানে আটক আছেন সাঈদ। এ ঘটনার পর সাঈদের বাবা আজাদ হোসেন বাদী হয়ে মাসুদ রানার বিরুদ্ধে গত ৫ সেপ্টেম্বর জীবননগর থানায় একটি মামলা করেন। যার মামলা নম্বর ৪। সাঈদের বাবা আজাদ হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে বেকার থাকা অবস্থায় মাসুদ রানা তাঁকে ইরাকে ভালো কাজ আর মোটা অঙ্কের বেতন দেওয়ার কথা বলে আমার নিকট থেকে ৪ লাখ টাকা নেয়। আমার শেষ সম্বলটুকু বিক্রি করে মাসুদের হাতে টাকা দিয়ে আসি। কিন্তু সে আমার ছেলেকে ইরাকে পাঠালেও তাকে কোনো কাজ দেয়নি বরং তাকে দুই মাস যাবৎ একটি ঘরের মধ্যে আটকে রাখে। পরবর্তীতে ওই দেশের পুলিশ আমার ছেলেকে অবৈধভাবে ইরাকে প্রবেশ করার অপরাধে আটক করে রেখেছে। আমি আমার ছেলে এবং টাকা ফেরত চাইলে সে বিভিন্নভাবে আমাকে হুমকি-ধামকি দিচ্ছে।’ এদিকে, একই অভিযোগ করেন এ উপজেলার ডুমুরিয়া গ্রামের বকুলের ছেলে সোহেল ও আরিফ। তথ্যানুসন্ধানে জানা গেছে, মাসুদ রানা, তাঁর পিতা মমিন উদ্দিন এবং স্থানীয় নামধারী এক সাংবাদিক এলাকার বেশকিছু বেকার যুবককে বিদেশে ভালো কাজের প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে নিজে আলিসান বাড়িতে সুখে জীবন-যাপন করলেও হতাশার মধ্যে দিন পার করছেন ভুক্তভোগী বেকার যুবকেরা। এমনকি নিঃস্ব হয়ে পড়েছেন ভুক্তভোগী অনেক অসহায় পরিবারের সদস্যরা। এ বিষয়ে মাসুদ রানা বলেন, ‘আমি বিদেশে পাঠানোর নাম করে টাকা নিয়েছি, তা ঠিক। তাদের তো ইরাকে পাঠিয়েছি, সাময়িক কিছু সমস্যা হয়েছে, তা সমাধান করেছি।’ উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, মাসুদ রানার বিরুদ্ধে বিদেশে নিয়ে যাওয়ার নাম করে টাকা আত্মসাতের একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু বিচারের দিন এলেই তিনি এলাকা থেকে পালিয়ে যান। তিনি বেশকিছু যুবককে বিদেশে পাঠিয়েছেন। তাঁদের মধ্যে কয়েক যুবক বাড়িতে চলে এসেছেন, আর কিছু যুবক বিদেশে আটক রয়েছেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বলেন, বিদেশে নিয়ে যাওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে মাসুদ রানা নামের একজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘সেনা হেফাজতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু’

লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মাসুদের বিরুদ্ধে

আপডেট সময় : ১০:৪৪:৫৯ পূর্বাহ্ণ, বুধবার, ৯ অক্টোবর ২০১৯

জীবননগরে বিদেশে মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে প্রতারণা
নিউজ ডেস্ক:বিদেশে ভালো কাজ ও মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসা দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে জীবননগরের মাসুদ রানার বিরুদ্ধে। অভিযুক্ত মাসুদ রানা জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মমিন উদ্দিনের ছেলে।বিদেশে ভালো কাজ ও মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসা দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে জীবননগরের মাসুদ রানার বিরুদ্ধে। অভিযুক্ত মাসুদ রানা জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মমিন উদ্দিনের ছেলে। ভুক্তভোগী এক পরিবার সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি জীবননগর পৌর শহরের হাইস্কুল পাড়ার আজাদ হোসেনের ছেলে আকমল সাঈদকে ইরাকে ভালো কাজ দেওয়ার নাম করে তাঁর নিকট থেকে ৪ লাখ টাকা হাতিয়ে নেন মাসুদ রানা। পরবর্তী সময়ে তাঁকে ইরাকে পাঠানো হলেও ইমিগ্রেশন-সংক্রান্ত কাগজপত্রে ত্রুটি থাকায় তাঁকে দুই মাস কোনো কাজকর্ম না দিয়ে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়। গত ১৮ আগস্ট ভুয়া কাগজপত্রে অবৈধভাবে ইরাকে প্রবেশ করায় তাঁকে ইরাকের পুলিশ আটক করে জেলহাজতে প্রেরণ করে। এরপর থেকে এখন পর্যন্ত সেখানে আটক আছেন সাঈদ। এ ঘটনার পর সাঈদের বাবা আজাদ হোসেন বাদী হয়ে মাসুদ রানার বিরুদ্ধে গত ৫ সেপ্টেম্বর জীবননগর থানায় একটি মামলা করেন। যার মামলা নম্বর ৪। সাঈদের বাবা আজাদ হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে বেকার থাকা অবস্থায় মাসুদ রানা তাঁকে ইরাকে ভালো কাজ আর মোটা অঙ্কের বেতন দেওয়ার কথা বলে আমার নিকট থেকে ৪ লাখ টাকা নেয়। আমার শেষ সম্বলটুকু বিক্রি করে মাসুদের হাতে টাকা দিয়ে আসি। কিন্তু সে আমার ছেলেকে ইরাকে পাঠালেও তাকে কোনো কাজ দেয়নি বরং তাকে দুই মাস যাবৎ একটি ঘরের মধ্যে আটকে রাখে। পরবর্তীতে ওই দেশের পুলিশ আমার ছেলেকে অবৈধভাবে ইরাকে প্রবেশ করার অপরাধে আটক করে রেখেছে। আমি আমার ছেলে এবং টাকা ফেরত চাইলে সে বিভিন্নভাবে আমাকে হুমকি-ধামকি দিচ্ছে।’ এদিকে, একই অভিযোগ করেন এ উপজেলার ডুমুরিয়া গ্রামের বকুলের ছেলে সোহেল ও আরিফ। তথ্যানুসন্ধানে জানা গেছে, মাসুদ রানা, তাঁর পিতা মমিন উদ্দিন এবং স্থানীয় নামধারী এক সাংবাদিক এলাকার বেশকিছু বেকার যুবককে বিদেশে ভালো কাজের প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে নিজে আলিসান বাড়িতে সুখে জীবন-যাপন করলেও হতাশার মধ্যে দিন পার করছেন ভুক্তভোগী বেকার যুবকেরা। এমনকি নিঃস্ব হয়ে পড়েছেন ভুক্তভোগী অনেক অসহায় পরিবারের সদস্যরা। এ বিষয়ে মাসুদ রানা বলেন, ‘আমি বিদেশে পাঠানোর নাম করে টাকা নিয়েছি, তা ঠিক। তাদের তো ইরাকে পাঠিয়েছি, সাময়িক কিছু সমস্যা হয়েছে, তা সমাধান করেছি।’ উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, মাসুদ রানার বিরুদ্ধে বিদেশে নিয়ে যাওয়ার নাম করে টাকা আত্মসাতের একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু বিচারের দিন এলেই তিনি এলাকা থেকে পালিয়ে যান। তিনি বেশকিছু যুবককে বিদেশে পাঠিয়েছেন। তাঁদের মধ্যে কয়েক যুবক বাড়িতে চলে এসেছেন, আর কিছু যুবক বিদেশে আটক রয়েছেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বলেন, বিদেশে নিয়ে যাওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে মাসুদ রানা নামের একজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।