বছরের শেষ গান গাইলেন টেইলর সুইফট !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৯:২৪ অপরাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পপতারকা টেইলর সুইফটকে এ বছর আর মঞ্চে দেখা যাবে না। এ রকম একটি ঘোষণা তিনি আগে থেকেই দিয়ে রেখেছিলেন। ২০১৭ সালে মাত্র একটি কনসার্টেই গাইবেন তিনি। গত রবিবার মঞ্চে গেয়ে তিনি গেয়ে ফেললেন বছরের শেষ গান।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট সুপার বোলের এই কনসার্টে প্রায় নয় হাজারের মতো ভক্ত হাজির হয়েছিলেন সেখানে। এ সময় ভক্তদের উদ্দেশে এই শিল্পী বলেন, ‘মনে হয় এটাই এ বছরের শেষ আর একমাত্র কনসার্ট। আমার এই হাল ভালো লাগবে আপনাদের? হলফ করে বলতে পারি, লাগবে না। ’

শেষ কনসার্টে শ্রোতাদের নিরাশ করেননি তিনি। অপ্রকাশিত নতুন একটি গান শুনিয়েছেন। ফিফটি শেড ডার্কার অ্যালবাম থেকে ‘আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ফরএভার’ গানটি গাওয়ার সময় চিৎকার করে ওঠেন শ্রোতারা। সবাই ভেবেছিল সহশিল্পী জায়ান মালিক মঞ্চে এসে একটা চমকে দেবেন।

এরপর টেইলর হাসতে হাসতে বলেছেন, ‘জি না, সে নেই এখানে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বছরের শেষ গান গাইলেন টেইলর সুইফট !

আপডেট সময় : ১২:৩৯:২৪ অপরাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

পপতারকা টেইলর সুইফটকে এ বছর আর মঞ্চে দেখা যাবে না। এ রকম একটি ঘোষণা তিনি আগে থেকেই দিয়ে রেখেছিলেন। ২০১৭ সালে মাত্র একটি কনসার্টেই গাইবেন তিনি। গত রবিবার মঞ্চে গেয়ে তিনি গেয়ে ফেললেন বছরের শেষ গান।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট সুপার বোলের এই কনসার্টে প্রায় নয় হাজারের মতো ভক্ত হাজির হয়েছিলেন সেখানে। এ সময় ভক্তদের উদ্দেশে এই শিল্পী বলেন, ‘মনে হয় এটাই এ বছরের শেষ আর একমাত্র কনসার্ট। আমার এই হাল ভালো লাগবে আপনাদের? হলফ করে বলতে পারি, লাগবে না। ’

শেষ কনসার্টে শ্রোতাদের নিরাশ করেননি তিনি। অপ্রকাশিত নতুন একটি গান শুনিয়েছেন। ফিফটি শেড ডার্কার অ্যালবাম থেকে ‘আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ফরএভার’ গানটি গাওয়ার সময় চিৎকার করে ওঠেন শ্রোতারা। সবাই ভেবেছিল সহশিল্পী জায়ান মালিক মঞ্চে এসে একটা চমকে দেবেন।

এরপর টেইলর হাসতে হাসতে বলেছেন, ‘জি না, সে নেই এখানে।