নিউজ ডেস্ক:সরকারি আইন অমান্য করে ইটভাটা চালানোর অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ভাটা মালিকের নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বারাকপুর গ্রামে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, আমির হামজার ছেলে চঞ্চল মিয়া সরকারি আইন অমান্য করে ইটভাটা চালাচ্ছিলেন। এ খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মইনুদ্দিনের নেতৃত্বে চঞ্চল মিয়ার ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় এবং ইট প্রস্তুত ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩-এর ৪ ধারা লঙ্ঘন করায় ভাটার মালিক চঞ্চল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।