নিউজ ডেস্ক:বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেলা মহিলা দল। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে দলটির জেলা, উপজেলাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। কর্মসূচি চলাকালে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, কামাল আজাদ পান্নু, সদস্য আসিফ ইকবাল মাখন, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. শামসুন্নাহার, সদস্য আনোয়ারা খাতুন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, লাইলী বেগম, ফরিদা বেগম, পলি খাতুন, শাহিদা ইসলাম শিরিন, রিনা খাতুনসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নামে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি করেন।
























































