শুক্রবার | ৯ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান Logo খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ Logo খুবির শিক্ষা সমাপনীতে আসছে দেশসেরা চার ব্যান্ড Logo পলাশবাড়ীতে বিশাল আয়োজনে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল Logo শনিবার চাঁদপুর আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তামান্না হক Logo খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘২১ ব্যাচের’ শিক্ষা সমাপনী অনুষ্ঠিত Logo শিক্ষিত সমাজের সামজিক মানবিকতার অবক্ষয় এগিয়ে এলো উপজেলা নির্বাহী অফিসার Logo বরিশালে আওয়ামী লীগের দু*র্ধর্ষ স*ন্ত্রাসী তারিকুল অ*স্ত্রসহ গ্রেপ্তার! Logo জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ Logo দেশে কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

জামিন আবেদন নাকচ করে ৭ জনকে জেলহাজতে প্রেরণ

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২৮:৪৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৬ বার পড়া হয়েছে

দর্শনার আলোচিত পল্টু হত্যা মামলার আসামিদের আত্মসমর্পণ
নিউজ ডেস্ক:দামুড়হুদার দর্শনায় আলোচিত যুবলীগের কর্মী নঈম উদ্দীন পল্টু হত্যা মামলার এজাহারনামীয় আসামি দামুড়হুদা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নানসহ সাত আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে সাতজনকেই জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এদিকে, আজ মঙ্গলবার বেলা ৩টা ৩০ মিনিটে দর্শনা প্রেসক্লাবের সামনে আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করবেন নিহতদের পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী।
আদালত সূত্র জানায়, দলীয় কোন্দলের জের ধরে গত ২৩ আগস্ট বিকেলে দর্শনা পুরাতন বাজার এলাকায় যুবলীগের কর্মী নঈম উদ্দীন পল্টুকে (৩৭) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের বড় ভাই মঈনুদ্দিন মণ্টু বাদী হয়ে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নানসহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আসলাম উদ্দীন তোতা, যুবলীগের নেতা দিপু রেজা, সাইদুল ইসলাম বাংলা, আলম মিয়া, সোহেল হোসেন ও আশিক উদ্দীন।


এ প্রসঙ্গে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, আলোচিত এ মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হলে আসামিরা আত্মগোপন করেন। এরপর ৯ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে ১০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পান আসামিরা। তিনি আরও জানান, উচ্চ আদালতের নিদের্শনা অনুযায়ী গতকাল সোমবার বিকেলে আসামি আব্দুল মান্নানসহ সাত আসামি চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা থানার উপপরিদর্শক (এসআই) মোহাব্বত আলী জানান, মামলার তদন্তের স্বার্থে আসামিদের সবাইকে রিমান্ডে নেওয়া হবে। গতকাল সোমবার রিমান্ডের আবেদন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

জামিন আবেদন নাকচ করে ৭ জনকে জেলহাজতে প্রেরণ

আপডেট সময় : ১১:২৮:৪৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯

দর্শনার আলোচিত পল্টু হত্যা মামলার আসামিদের আত্মসমর্পণ
নিউজ ডেস্ক:দামুড়হুদার দর্শনায় আলোচিত যুবলীগের কর্মী নঈম উদ্দীন পল্টু হত্যা মামলার এজাহারনামীয় আসামি দামুড়হুদা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নানসহ সাত আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে সাতজনকেই জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এদিকে, আজ মঙ্গলবার বেলা ৩টা ৩০ মিনিটে দর্শনা প্রেসক্লাবের সামনে আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করবেন নিহতদের পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী।
আদালত সূত্র জানায়, দলীয় কোন্দলের জের ধরে গত ২৩ আগস্ট বিকেলে দর্শনা পুরাতন বাজার এলাকায় যুবলীগের কর্মী নঈম উদ্দীন পল্টুকে (৩৭) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের বড় ভাই মঈনুদ্দিন মণ্টু বাদী হয়ে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নানসহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আসলাম উদ্দীন তোতা, যুবলীগের নেতা দিপু রেজা, সাইদুল ইসলাম বাংলা, আলম মিয়া, সোহেল হোসেন ও আশিক উদ্দীন।


এ প্রসঙ্গে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, আলোচিত এ মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হলে আসামিরা আত্মগোপন করেন। এরপর ৯ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে ১০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পান আসামিরা। তিনি আরও জানান, উচ্চ আদালতের নিদের্শনা অনুযায়ী গতকাল সোমবার বিকেলে আসামি আব্দুল মান্নানসহ সাত আসামি চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক মোহা. রবিউল ইসলাম তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা থানার উপপরিদর্শক (এসআই) মোহাব্বত আলী জানান, মামলার তদন্তের স্বার্থে আসামিদের সবাইকে রিমান্ডে নেওয়া হবে। গতকাল সোমবার রিমান্ডের আবেদন করা হয়েছে।