নিউজ ডেস্ক:দামুড়হুদার নতিপোতায় পপি খাতুন (২২) নামের এক গৃহবধূকে টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের মাঝেরপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনার পর স্বামী মশিউজ্জামান পলাতক রয়েছে। নিহত গৃহবধু পপি খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের টেইপুর গ্রামের মোহাম্মদের মেয়ে।
ওই গৃহবধুর পরিবারের দাবি বুধবার দুপুরে স্বামী মশিউরজ্জামান তাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। পরে গ্রামবাসী স্থানীয় ফাঁড়ি পুলিশকে খবর দিলে ভগিরথপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। অন্যদিকে অভিযুক্ত মশিউজ্জামানের পরিবারের দাবি, পারিবারিক কহলহের কারণে নিহত পপি খাতুন নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।






















































