নিউজ ডেস্ক:
সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. আবুল কাসেম।
আগামী ১৬ জুন পদটিতে ভোট হওয়ার কথা থাকলেও একক প্রার্থী হওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৮ মেতেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষিত হবেন ব্যারিস্টার রুমিন ফারহানা।প্রসঙ্গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন সংখ্যা অনুপাতে বিএনপি একটি সংরক্ষিত নারী আসন পায়। তবে বিএনপির এমপিরা শপথ নিতে দেরি করায় এতদিন প্রাপ্য সংরক্ষিত আসনটি শূন্য ছিল।নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সংরক্ষিত এ আসনটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল সোমবার (২০ মে)। শেষ দিনে বিএনপির প্রার্থী হিসেবে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিল করেন ব্যারিস্টার রুমিন ফারহানা।