এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮২.২০%। দাখিলে ৮৩.০৩% আর কারিগরিতে ৭২.২৪% পাস করেছে
পাস ও জিপিএ-৫, এবার দুটোতেই সেরা মেয়েরা
নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এসএসসি ও সমমানের এ ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জানা যায়, এবারের পরীক্ষায় পাসের হারের মধ্যে এসএসসিতে ৮২ দশমিক ৮০ শতাংশ, মাদ্রাসায় ৮৩ দশমিক ০৩ শতাংশ এবং কারিগরিতে ৭২ দশমিক ২৪। এছাড়া এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। তবে গতবারের থেকে এবার পাসের হার বেড়েছে ৪ দশমিক ৪৩ শতাংশ। আর শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১০৭টি, যা গত বছর ছিল ১০৯টি। এবার সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন এবং ছাত্র ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন। ছেলেদের তুলনায় এবার মেয়েরা ২.১৫ শতাংশ বেশি পাস করেছে। এ ছাড়া জিপিএ-৫-এ এগিয়ে আছে তারা। এ বছর মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ, যেখানে ছেলেদের ৮১ দশমিক ১৩ শতাংশ। এদিকে, এ বছর জিপিএ-৫ পেয়েছে ৫৩ হাজার ৪৮৪ ছাত্রী। অন্যদিকে জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৫২ হাজার ১১০ জন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলার ১২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১ হাজার ৭১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ৪৫০ জন পাশ করেছে। এরমধ্যে ছাত্র ৫ হাজার ৪৪ জন ও ছাত্রী ৫ হাজার ৪০৬ জন। পাশের হার ৮৯ দশমিক ৬৮ শতাংশ। এ বছর চুয়াডাঙ্গার দু’টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফলাফরে দারুন সাফল্য দেখিয়েছে। চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ২৬০ জন শিক্ষার্থীর মধ্যে ২৫৭ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন। এদিকে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫২ জন ছাত্রীর মধ্যে ৫৪৯ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬৮ জন। দু’টি বিদ্যালয়ের অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৩ জন করে ৬ জন।
জীবননগর:
সারা দেশের ন্যায় জীবননগর উপজেলা এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়েছে। উপজেলায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন ও পাশের হার শতকরা ৮৪, দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ জন, পাশের হার শতকরা ৮৮ ও ভোকেশনাল শাখায় জিপিএ-৫ পেয়েছে ৪২ জন পাশের হার শতকরা ৮২। গতকাল সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা বোর্ড আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করে। জীবননগরে এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১ হাজার ৬শ’ ৩৫ জন যার মধ্যে পাশ করেছে ১ হাজার ৩শ’ ৮৭ জন অকৃতকার্য হয়েছে ২শ’ ৪৮ জন। জীবননগর থানা পাইলট সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ৭ জন, পাশ করেছে ৮৬ জন পরীক্ষার্থী। জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১ জন, পাশ করেছে ৫৩ জন। হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ৪ জন, পাশ করেছে ১শ’ ৩ জন। মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে পাশ করেছে ৪৩ জন। উথলী মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ৪ জন, পাশ করেছে ৬৩ জন। উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১ জন, পাশ করেছে ৮৩ জন। আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ৪ জন, পাশ করেছে ৯১ জন। আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাশ করেছে ৮৭ জন। রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ে পাশ করেছে ৩৯ জন। কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ৩ জন, পাশ করেছে ৭৭ জন। ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ৪ জন, পাশ করেছে ৬৩ জন। করতোয়া মাধ্যমিক বিদ্যালয়ে পাশ করেছে ৬৬ জন। শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন, পাশ করেছে ৮৬ জন। বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাশ করেছে ৫৬ জন। গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাশ করেছে ৮৬ জন। মিনাজপুর মাধ্যমিক বিদ্যালয়ে পাশ করেছে ৪২ জন। শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ৩ জন, পাশ করেছে ৫৬ জন। হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পাশ করেছে ১৪ জন। হাজী মনির হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে পাশ করেছে ১৯ জন। আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ে পাশ করেছে ৩৪ জন। পাকা মাধ্যমিক বিদ্যালয়ে পাশ করেছে ১৯ জন। সিংনগর মাধ্যমিক বিদ্যালয়ে পাশ করেছে ৩৭ জন। কাশেম আলী মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ২ জন পাশ করেছে ৮৪ জন। এ ছাড়াও দাখিল পরীক্ষায় জীবননগর উপজেলা আলিম মাদ্রাসায় পাশ করেছে ৩২ জন। হাসাদাহ মডেল কামিল মাদ্রাসায় পাশ করেছে ৫০ জন। মাধবপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় জিপিএ-৫ পেয়েছে ১ জন, পাশ করেছে ৩৫ জন। জান্নাতুল খাদরা দাখিল মাদ্রসায় পাশ করেছে ৩২ জন। নিধিকুন্ডু বাড়ান্দি দাখিল মাদ্রাসায় পাশ করেছে ৩০ জন। পাঁকা দারুস সালাম দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২৭ জন। আন্দুলবাড়ীয়া আশরাফিয়া দাখিল মাদ্রাসায় পাশ করেছে ২১ জন। অপরদিকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল শাখায় জীবননগর থানা পাইলট সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ২৪জন, পাশ করেছে ৪১ জন। জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১২ জন, পাশ করেছে ৭৮ জন। মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১ জন, পাশ করেছে ৩৭ জন ও উথলী মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ৫ জন, পাশ করেছে ৩১ জন।
মেহেরপুর:
মেহেরপুরসহ সারা বাংলাদেশে সোমবার দুপুরে এসএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মেহেরপুর জেলায় এবার এসএসসিতে পাশের হার ৮৯.৮০ ভাগ। জেলার তিনটি উপজেলায় জিপিএ-৫ পেয়েছে এসএসসিতে ৩২৮ জন, কারিগরিতে ১৫ ও মাদ্রাসায় ৫ জন। চলতি বছরে এসএসসি পরীক্ষায় ৮ হাজার ৫৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭ হাজার ৬৬৪ জন। পাশের হার ৮৯.৮০ ভাগ। দাখিল পরীক্ষায় ৭১৯ জনের পাশ করেছে ৬৭৯ জন। পাশের হার ৯৪.৪৩। এসএসসি কারিগরিতে ৯৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭৩৭ জন। পাশের হার ৭৩.৭৭ ভাগ।