নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (২৯শে এপ্রিল) উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোসাদ্দেক মেহেদী ইমাম। উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক চৌধুরী স্বপন, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. হাবিবুন ফাতেমা পপি, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিঞা, নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মামুন রহমান, চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান মো.এমদাদুল হক ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কাজী এনামুল হক, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, অরবিন্দ পাল অখিল, মো.কামরুজ্জামান খান গেনু, মো.শামছ-ই-তাবরীজ রায়হান, প্রমুখ। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ তাদের দায়িত্বের শেষ সভা হিসাবে বিদায়ী বক্তব্য পেশ করেন এবং নান্দাইল উপজেলা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানান। আইনশৃঙ্খলা কমিটির পূর্বে উক্ত উপজেলা পরিষদ হলরুমে এনজিও বিষয়ক এক সাধারন সভা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহেদী ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে নান্দাইলের বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।























































