চুয়াডাঙ্গার আলোচিত মাদকসম্রাজ্ঞী শিপ্রা আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১২:০৮:৩৯ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯
  • ৭৩৪ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ও দেড় ডজন মাদক মামলার আসামী

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার আলোচিত মাদক স¤্রাজ্ঞী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দেড় ডজন মাদক মামলার আসামী শিপ্রা ও তার এক সহযোগীকে ৬০ পিস ইয়াবাসহ আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের বুজরুকগড়গড়ি বুদ্দিমানপাড়ায় শিপ্রার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- শিপ্রা (৫৫) ও জ্বিন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে সদর থানা পুলিশ জানতে পারে, বুজরুকগড়গড়ি বুদ্দিমানপাড়ার মহিলা মাদকব্যবসায়ী শিপরা ও তার সহযোগী বেশ কিছু ইয়াবা বড়ি নিয়ে বিক্রি করার জন্য তার নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই মহিলার বসত বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে একই এলাকার বাবুল রহমানের স্ত্রী দেড় ডজন মাদক মামলার আসামী, চুয়াডাঙ্গা জেলার আলোচিত মহিলা মাদকব্যবসায়ী শিপ্রাসহ তার এক সহযোগী পুরাতনপাড়ার মৃত শহীদের ছেলে জ্বিনকে আটক করা হয়। এসময় তাদের শরীর তল্লাশি করে শিপ্রার কাছ থেকে ৫০ পিস ও জ্বিনের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকারী দল। পরে গ্রেফতারকৃত ওই মহিলা ও তার সহযোগী মাদকব্যবসায়ী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে রাখা হয়। আজ তাদের আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।
এদিকে আলোচিত মাদকব্যবসায়ী শিপরা আটক হওয়াতে ওই এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশসহ অভিযোগ করে বলেন, মাদকদ্রব্যসহ প্রশাসনের হাতে আটক হওয়া তার কাছে নিতান্তই মামুলি ব্যাপার। এ পর্যন্ত ওই মহিলা একাধিকবার আটক হয়েছে। তার বিরুদ্ধে প্রায় দেড় ডজন মাদক মামলা রুজু হয়েছে। মাদকসহ প্রশাসনের বিভিন্ন বাহিনী তাকে আটক করে আইনের আওতায় নিলেও, এক থেকে দুই সপ্তাহ পর আইনের ফাঁক ফোকড় গলিয়ে জামিনে বের হয়ে আবারও এলাকার মানুষকে বিপদগামী করে তোলে ওই নারী। এসময় তারা আরো বলেন, এলাকার যুবসমাজকে ওই নারী মাদক ব্যবসায়ীর হাত থেকে বাঁচাতে হলে প্রশাসনকে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের সাথে কথা হলে তিনি শিপ্রাসহ তার সহযোগী আটকের সত্যতা নিশ্চিত করে আরো জানান, চুয়াডাঙ্গা সদর থানা এলাকাকে মাদকমুক্ত করার জন্য তারা জিরো টলারেন্স নীতিতে চলছেন। এসময় তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, চিরুনি অভিযান চালিয়ে এ এলাকার প্রতিটা মাদকব্যবসায়ীকে আটক করে আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ৬ জনকে অব্যাহতি

চুয়াডাঙ্গার আলোচিত মাদকসম্রাজ্ঞী শিপ্রা আটক

আপডেট সময় : ১২:০৮:৩৯ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ও দেড় ডজন মাদক মামলার আসামী

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার আলোচিত মাদক স¤্রাজ্ঞী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দেড় ডজন মাদক মামলার আসামী শিপ্রা ও তার এক সহযোগীকে ৬০ পিস ইয়াবাসহ আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের বুজরুকগড়গড়ি বুদ্দিমানপাড়ায় শিপ্রার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- শিপ্রা (৫৫) ও জ্বিন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে সদর থানা পুলিশ জানতে পারে, বুজরুকগড়গড়ি বুদ্দিমানপাড়ার মহিলা মাদকব্যবসায়ী শিপরা ও তার সহযোগী বেশ কিছু ইয়াবা বড়ি নিয়ে বিক্রি করার জন্য তার নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই মহিলার বসত বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে একই এলাকার বাবুল রহমানের স্ত্রী দেড় ডজন মাদক মামলার আসামী, চুয়াডাঙ্গা জেলার আলোচিত মহিলা মাদকব্যবসায়ী শিপ্রাসহ তার এক সহযোগী পুরাতনপাড়ার মৃত শহীদের ছেলে জ্বিনকে আটক করা হয়। এসময় তাদের শরীর তল্লাশি করে শিপ্রার কাছ থেকে ৫০ পিস ও জ্বিনের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকারী দল। পরে গ্রেফতারকৃত ওই মহিলা ও তার সহযোগী মাদকব্যবসায়ী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে রাখা হয়। আজ তাদের আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।
এদিকে আলোচিত মাদকব্যবসায়ী শিপরা আটক হওয়াতে ওই এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশসহ অভিযোগ করে বলেন, মাদকদ্রব্যসহ প্রশাসনের হাতে আটক হওয়া তার কাছে নিতান্তই মামুলি ব্যাপার। এ পর্যন্ত ওই মহিলা একাধিকবার আটক হয়েছে। তার বিরুদ্ধে প্রায় দেড় ডজন মাদক মামলা রুজু হয়েছে। মাদকসহ প্রশাসনের বিভিন্ন বাহিনী তাকে আটক করে আইনের আওতায় নিলেও, এক থেকে দুই সপ্তাহ পর আইনের ফাঁক ফোকড় গলিয়ে জামিনে বের হয়ে আবারও এলাকার মানুষকে বিপদগামী করে তোলে ওই নারী। এসময় তারা আরো বলেন, এলাকার যুবসমাজকে ওই নারী মাদক ব্যবসায়ীর হাত থেকে বাঁচাতে হলে প্রশাসনকে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের সাথে কথা হলে তিনি শিপ্রাসহ তার সহযোগী আটকের সত্যতা নিশ্চিত করে আরো জানান, চুয়াডাঙ্গা সদর থানা এলাকাকে মাদকমুক্ত করার জন্য তারা জিরো টলারেন্স নীতিতে চলছেন। এসময় তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, চিরুনি অভিযান চালিয়ে এ এলাকার প্রতিটা মাদকব্যবসায়ীকে আটক করে আইনের আওতায় আনা হবে।