জোরপূর্বক নাবালিকা মেয়েকে বিবাহ : যৌতুকের দাবিতে নির্যাতন

0
13

আলমডাঙ্গার আঠারো-খাদায় আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে সর্বশান্ত একটি পরিবার
নিউজ ডেস্ক:আলমডাঙ্গার আঠারোখাদা গ্রামে আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। বসতবাড়ির জমি ও নগদ টাকা আদম দালালদের দিলেও তারা জোরপূর্বক নাবালিকা মেয়েকে তুলে নিয়ে বিবাহ করে বলে অভিযোগ উঠেছে। বিবাহের পরেই আবারো যৌতুকের দাবি তুলে খোকন মন্ডলের নাবালিকা মেয়ের উপরে শারিরীক নির্যাতন চালালে পরে যৌতুকের টাকা নিয়ে শ্বশুর বাড়ি ফিরে আসার কথা বলে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনাটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে ধামাচাপা দিতে ব্যস্ত হয়ে ওঠে আদম ব্যবসায়ী ইন্তফ মন্ডল। এই ঘটনায় খোকন মন্ডল আলমডাঙ্গা থানায় অভিযোগ করতে গেলে খোকনের মেয়েকে হত্যার হুমকি প্রদান করায় সে পিছু হটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার উপজেলার বাড়াদি ইউনিয়নের আঠারোখাদা গ্রামের খোকন মন্ডলের রাস্তার পাশে এক খন্ড বাড়ির জমি ছিলো। ওই জমির পাশেই গ্রামের ইন্তাফ মন্ডলের রাইচ মিল। এ জমির উপর দৃষ্টি পড়ে ইন্তফ মন্ডলের। সে জমি নেওয়ার জন্য মনে মনে শুরু করে নানা ষড়যন্ত্র। ষড়যন্ত্রের অংশ হিসেবে ইন্তফ মন্ডল সখ্যতা গড়ে তোলে খোকন মন্ডলের সাথে। এভাবে কষ্ট না করে বিদেশের গিয়ে সে ভাগ্যের চাকা ঘুরাতে পারে বলে প্রলোভন দেখায়। ইন্তফের প্রলাভনে পড়ে খোকন মন্ডল সৌদি আরবে যাবে বলে তার আলমসাধু বিক্রি করে। আলমসাধু বিক্রির টাকায় সে পাসপোর্ট করে। কিছুদিনের মধ্যেই সে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ও আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা ধার নিয়ে আড়াইলাখ টাকা ম্যানেজ করে ইস্তফ মন্ডলের হাতে তুলে দেন। এ টাকা পাবার পর তাকে ফ্লাইটের তারিখ দেয়। ঢাকায় যোওয়ার পর ইন্তফ মন্ডল আবারো তার সাথে প্রতারণা শুরু করে। চুক্তির আরো ২ লাখ টাকা না দিলে বিমানে ওঠা যাবে না বলে জানিয়ে দেয় খোকন মন্ডলকে। খোনক মন্ডল পড়ে চরম বিপাকে। টাকা জোগাড় করতে না পেরে দিশেহারা হয়ে পড়েন খোন মন্ডর।
এক পর্যায়ে ইন্তফ মন্ডল প্রলোভন দেখায় তার ভিটের জমি রেজিষ্ট্রি করে দিলে আর সমস্যা হবে। কোন উপায় না দেখে এক মাত্র ভিটের জমিটুকুই ইন্তফ মন্ডলের নামে রেজিষ্ট্রি করে দেয়া হয়। এদিকে, জমি রেজিষ্ট্রি হয়ে যাবার পর আরেক কৌশল অবলম্বন করে ইন্তফ মন্ডল। দরিদ্র খোকন মন্ডলকে জানায়, তার ভিসা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন আবার নতুন করে তাকে এসব করতে হবে। এ কথা শুনে খোকন মন্ডলের সৌদি যাবার আশা মাটি হয়ে যায়। তিনি আর বিদেশ যাবেন না জানিয়ে ইন্তফ মন্ডলের কাছে তার ভিটের জমি ফেরৎ চান। এ কথা শুনে ইন্তফ মন্ডল নানাভাবে তাকে হুমকি দিতে শুরু করে। এদিকে, এতো কিছুর পরও ইন্তফ মন্ডলের অত্যাচার থেকে বাঁচতে পারেনি খোকন মন্ডলের পরিবার। ইন্তফ মন্ডলের ছেলে লিটন মন্ডলে লোলুপ দৃষ্টি পড়ে খোকন মন্ডলের ১৩ বছরের নাবালিকা কন্যা খুশি মণির উপর। আঠারোখাদা মাধ্যমিক দ্যিালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী খুশি মণি কয়েক মাস আগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে জোর পূর্বক তুলে নিয়ে যায় লিটন মন্ডল। সে তাকে বাড়ি নিয়ে গিয়ে আটককে রেখে কিছুদিন পরে বিয়ে করেছে বলে প্রচার করে। এদিকে লেখাপড়ায় ভালো ছাত্রী খুশি মনি লেখাপড়া করতে চাইলেও লিটন মন্ডল তাকে ঘরে আটকিয়ে রেখে নির্যাতন চালানো শুরু করে। টাকার জন্য তারা আমার মেয়েকে যৌতুকের দাবি নিয়ে বিভিন্ন সময় কারণে-অকারণে নির্যাতন চালাতো। এরই একপর্যায়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়। লিটন প্রচার করে বেড়াতে থাকে সে তাকে তালাক দিয়েছে।
এলাকাবাসী বলেন, ইন্তফ মন্ডল তারা এই এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না। সরকারি আইনে ১৮ বছরের নিচে বিবাহ দেওয়া বেআইনী ধার্য করলেও কিভাবে ইন্তফ মন্ডলের ছেলে লিটন ১৩ বছরের নাবালিকা মেয়েকে বিবাহ করেছে। এটা বলতে পারি বিবাহবিহীন খুশি মনির উপরে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে।
এই ঘটনায় বিভিন্ন স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করা হলেও বিভিন্ন সংস্থার কর্মীরা এগিয়ে আসেনি। তবে ইন্তফ মন্ডল ও তার ছেলের বিরুদ্ধে আইন হয়ত অন্ধ। খুশি মনির মুখে হাসি ফোটানোর জন্য এলাকাবাসী নারী ও শিশু সংস্থার কর্মীদের সহযোগিতা কাম্য বলে মনে করেন।
এই ঘটনায় খোকন মন্ডল জানান, বিদেশ পাঠানোর নামে আদম দালালেরা আমাকে নিশ্ব-করেছে। জোরপূর্বক আমার মেয়ে খুশি মনিকে তুলে নিয়ে বিবাহ করে। আবার যৌতুকের দাবিতে তারা খুশি মনির উপরে নির্যাতন চালায়। পরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনায় থানায় অভিযোগের চেষ্টা চালালে তাদের হুমকিতে আমাকে পিছু হটতে বাধ্য হই।