চুয়াডাঙ্গায় টাকা আত্মসাত মামলায় দুইজন কারাগারে

0
19
smart

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় টাকা আত্মসাত মামলায় দুইজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আসামীরা হলো- চুয়াডাঙ্গা বড় বাজারের ক্রোকারিজ পট্রির শাহ আমানত ট্রেডার্সের স্বত্বাধিকারী সহিবুল হক সুমন ও বড় বাজার পাড়ার মাছুম মিয়ার ছেলে সন্টু মিয়া। গতকাল মঙ্গলবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গা আমলী আদালত তাদেরকে ৪০৬/৪২০/৫০৬(।।)/৩৪ দন্ডবিধি অনুযায়ী দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা যায়, চুয়াডাঙ্গা সবুজপাড়ার সন্তোষ কুমারের ছেলে ও চুয়াডাঙ্গা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাঁট লিপিকার সুবাষ কুমারের সাথে সুসম্পর্কের জেরে চুয়াডাঙ্গা বড় বাজারের ক্রোকারিজ পট্রির শাহ আমানত ট্রেডার্সের স্বত্বাধিকারী সহিবুল হক সুমন ও বড় বাজার পাড়ার মাছুম মিয়ার ছেলে সন্টু মিয়ার কাছে ২০১৭ইং সালের ২৩ জানুয়ারি, ১২ ফেব্রুয়ারি ও ৪ এপ্রিল তিন দফায় ১০ লাখ, ৫ লাখ ও ৩০ লাখ টাকা গচ্ছিত রাখে। পরে ২০১৮ সালের ৫ মে সুবাষের বিশেষ প্রয়োজনে হওয়ায় টাকা ফেরত চাইলে আজ নয় কাল বলে ঘোরাতে থাকে। গত ২৮ ফেব্রুয়ারি টাকা ফেরত দেয়ার দিন ধার্য থাকলেও আসামীরা ওইদিন টাকা ফেরত দিতে অস্বীকার করে এবং উক্ত টাকা ফেরত চাইলে সুবাষকে কুন করে লাশ গুম করবে বলে হুমকি প্রদান করে আসামীরা। পরে সুবাষ কুমার বাদি হয়ে চুয়াডাঙ্গা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত মামলা করে। গতকাল মঙ্গলবার আসামীরা আদালতে উপস্থিত হলে আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।