মঙ্গলবার | ৩০ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo ২৮ ডিসেম্বর পর্যন্ত বিদেশে গেছে ১১ লাখ ১৬ হাজারের বেশি কর্মী, রেমিট্যান্স এসেছে ১৫,৭৯১ মিলিয়ন ডলার Logo চাঁদপুর-৩ আসনে গনফোরাম মনোনীত প্রার্থী অ্যাড. সেলিম আকবরের মনোনয়ন দাখিল Logo চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জাকের পার্টি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বেপারী Logo চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন Logo চুয়াডাঙ্গা ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাপছে, সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি Logo চুয়াডাঙ্গা -১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব, মো: শরীফুজ্জামান শরীফ এর মনোনয়ন ফর্ম জমা Logo চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাড. শাহজাহান মিয়া Logo ইসলামী আন্দোলন বাংলাদেশ, মতলব উত্তর উপজেলা শাখার শপথ অনুষ্ঠান Logo আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা Logo পলাশবাড়ী চৌমাথায় সৌন্দর্যহীন ফাঁকা জায়গা, নান্দনিক উন্নয়নের দাবি স্থানীয়দের

অস্বাভাবিক আচরণের পর প্রসূতির মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৬:০০ পূর্বাহ্ণ, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯
  • ৭৫৪ বার পড়া হয়েছে

মেহেরপুরে এ্যাপোলো নার্সিং হোমে ভুল করে দু’বার অপারেশন
নিউজ ডেস্ক:মেহেরপুর এ্যাপোলো নার্সিং হোমে ভুল সিজারে শেলিনা নামের এক প্রসূতি রোগীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায় এ্যাপোলো নার্সিং হোমে। তাকে দুইবার অপারেশন করা হয় বলে জানান নিহতের ভা’য়ের ছেলে তানিন। নিহত শেলিনা গাংনী উপজেলার চৌগাছা গ্রামের আরজান আলীর স্ত্রী। এ্যাপোলো নার্সিং হোমের চুক্তিভিত্তিক ডাক্তার পারভিন আক্তার তাকে সিজার করে বলে জানা যায়।
নিহতের মামি শাশুড়ি বলেন, সকালে প্রসববেদনা শুরু হলে শেলিনাকে মেহেরপুরের এ্যাপোলো নার্সিং হোমে নিয়ে আসা হয়। সেখানে আসার পর তাকে সিজার করতে হবে বলে জানান ডাক্তাররা। ডাক্তারের কথা মত আমরা সিজার করার জন্য রাজি হয়ে যায়। সকাল ১১টার দিকে তাকে তাকে সিজার করে বাচ্চা ভুমিষ্ঠ করা হয়। সিজারের পর রোগীকে খুব অল্প সময়ের মধ্যে পরপর দুই ব্যাগ রক্ত দেওয়া হয়। রক্ত দেওয়ার পর রোগী অস্বাভাবিক আচরণ করতে থাকে, ছটফট শুরু করে সেই সাথে নিজের চুল ি জেই ছিড়তে থাকে। এমন আচরণ দেখে আমরা ডাক্তারের কাছে গেলে তারা বলেন, রক্ত দিয়েছি তাই এরকম আচরণ করছে কিছুক্ষন পর ঠিক হয়ে যাবে। রোগীর অবস্থা ক্রমেই অবনতি হলে বিকাল ৫টার দিকে শেলিনাকে আবার অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে তাকে পুনরায় অপারেশন করা হয় এবং সেইসাথে আরও এক ব্যাগ রক্ত দেওয়া হয়। দ্বিতীয় অপারেশন করার পর রোগীর অবস্থা আরও অবনতির দিকে যায়। রাত আনুমানিক ৯টার দিকে শেলিনা আক্তার মৃত্যুবরন করেন।
এই ব্যাপারে ডা. পারভিন আক্তার বলেন রোগীর শরীরে রক্ত কম ছিল। তাকে সকালে সিজার করার পর তার শরীরে রক্ত দেওয়া হয়। তারপর তার আচরন খারাপ দেখলে আমরা পুনরায় তাকে পরীক্ষা করার জন্য অপারেশন থিয়েটারে নিই। সেখান থেকে বের করে রোগীর অবস্থা ভাল দেখে আমি চলে যায়। আমি চলে যাবার পর তার শরীরে আবার রক্ত দেওয়া হয়। কিন্তু সে রাত ৯টার দিকে মারা যায়। ডা.পারভিন আক্তার আরও বলেন আমাদের সিজারে কোন ভুল ছিল না। কিন্তু কিভাবে মারা গেল আমি বুঝতে পারছিনা। নিহত শেলিনার স্বামী আরজান আলী কান্না জড়িত কন্ঠে বলেন সকালে যখন শেলিনাকে নার্সিং হোমে নিয়ে আসি তখন সে শারীরিকভাবে সুস্থ্য ছিল। সিজার করার পর সে অসুস্থ্য হয়ে যায়। সে নাসিং হোম কতৃপক্ষের উদ্দেশ্যে বলেন একজন রোগীকে কেন দুইবার অপারেশন করা হয়। শেলিনা মারা গেলেও তার পেটের বাচ্চা বর্তমানে সুস্থ্য আছে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২৮ ডিসেম্বর পর্যন্ত বিদেশে গেছে ১১ লাখ ১৬ হাজারের বেশি কর্মী, রেমিট্যান্স এসেছে ১৫,৭৯১ মিলিয়ন ডলার

অস্বাভাবিক আচরণের পর প্রসূতির মৃত্যু!

আপডেট সময় : ১০:৫৬:০০ পূর্বাহ্ণ, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯

মেহেরপুরে এ্যাপোলো নার্সিং হোমে ভুল করে দু’বার অপারেশন
নিউজ ডেস্ক:মেহেরপুর এ্যাপোলো নার্সিং হোমে ভুল সিজারে শেলিনা নামের এক প্রসূতি রোগীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায় এ্যাপোলো নার্সিং হোমে। তাকে দুইবার অপারেশন করা হয় বলে জানান নিহতের ভা’য়ের ছেলে তানিন। নিহত শেলিনা গাংনী উপজেলার চৌগাছা গ্রামের আরজান আলীর স্ত্রী। এ্যাপোলো নার্সিং হোমের চুক্তিভিত্তিক ডাক্তার পারভিন আক্তার তাকে সিজার করে বলে জানা যায়।
নিহতের মামি শাশুড়ি বলেন, সকালে প্রসববেদনা শুরু হলে শেলিনাকে মেহেরপুরের এ্যাপোলো নার্সিং হোমে নিয়ে আসা হয়। সেখানে আসার পর তাকে সিজার করতে হবে বলে জানান ডাক্তাররা। ডাক্তারের কথা মত আমরা সিজার করার জন্য রাজি হয়ে যায়। সকাল ১১টার দিকে তাকে তাকে সিজার করে বাচ্চা ভুমিষ্ঠ করা হয়। সিজারের পর রোগীকে খুব অল্প সময়ের মধ্যে পরপর দুই ব্যাগ রক্ত দেওয়া হয়। রক্ত দেওয়ার পর রোগী অস্বাভাবিক আচরণ করতে থাকে, ছটফট শুরু করে সেই সাথে নিজের চুল ি জেই ছিড়তে থাকে। এমন আচরণ দেখে আমরা ডাক্তারের কাছে গেলে তারা বলেন, রক্ত দিয়েছি তাই এরকম আচরণ করছে কিছুক্ষন পর ঠিক হয়ে যাবে। রোগীর অবস্থা ক্রমেই অবনতি হলে বিকাল ৫টার দিকে শেলিনাকে আবার অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে তাকে পুনরায় অপারেশন করা হয় এবং সেইসাথে আরও এক ব্যাগ রক্ত দেওয়া হয়। দ্বিতীয় অপারেশন করার পর রোগীর অবস্থা আরও অবনতির দিকে যায়। রাত আনুমানিক ৯টার দিকে শেলিনা আক্তার মৃত্যুবরন করেন।
এই ব্যাপারে ডা. পারভিন আক্তার বলেন রোগীর শরীরে রক্ত কম ছিল। তাকে সকালে সিজার করার পর তার শরীরে রক্ত দেওয়া হয়। তারপর তার আচরন খারাপ দেখলে আমরা পুনরায় তাকে পরীক্ষা করার জন্য অপারেশন থিয়েটারে নিই। সেখান থেকে বের করে রোগীর অবস্থা ভাল দেখে আমি চলে যায়। আমি চলে যাবার পর তার শরীরে আবার রক্ত দেওয়া হয়। কিন্তু সে রাত ৯টার দিকে মারা যায়। ডা.পারভিন আক্তার আরও বলেন আমাদের সিজারে কোন ভুল ছিল না। কিন্তু কিভাবে মারা গেল আমি বুঝতে পারছিনা। নিহত শেলিনার স্বামী আরজান আলী কান্না জড়িত কন্ঠে বলেন সকালে যখন শেলিনাকে নার্সিং হোমে নিয়ে আসি তখন সে শারীরিকভাবে সুস্থ্য ছিল। সিজার করার পর সে অসুস্থ্য হয়ে যায়। সে নাসিং হোম কতৃপক্ষের উদ্দেশ্যে বলেন একজন রোগীকে কেন দুইবার অপারেশন করা হয়। শেলিনা মারা গেলেও তার পেটের বাচ্চা বর্তমানে সুস্থ্য আছে।