জীবননগরে ইউনিলিভার কোম্পানীর প্রতিনিধি পরিচয়ে প্রতারণা আটক তিন

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৫১:২০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯
  • ৭৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:জীবননগরে ইউনিলিভার কোম্পানীর পরিচয়ে প্রতারক চক্রের তিন সদস্য জনতার হাতে আটক হয়েছে। গতকাল সোমবার বিকালে জীবননগর উপজেলার পৌর শহরের মা টেলিকমে বিকাশের মাধ্যমে ৩৭ হাজার টাকা বিকাশে পাঠায় ইউনিলিভার ব্রার্দাস কোম্পানীর লাভের বাজার গেঞ্জি পরিহিত এক প্রতিনিধি। টাকা পাঠানোর পর সে সটকে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন তাকে আটক করে।
জানা গেছে, জীবননগর উপজেলার পৌর শহরের মা টেলিকমে কোম্পানির টাকা পাঠানোর নাম করে বিকাশ করতে আসে। পরে সে ০১৩১৭৩৮২৪০৫ ও ০১৮৫১৬১১৭৬৪ এবং ০১৯৫২২১৫৬৯০ এই তিনটি নাম্বারে বিকাশের মাধ্যমে ইউনিলিভারের প্রতিনিধি জয়পুরহাট জেলা সদরের আব্দুর রহিমের ছেলে হাসান (২৪) ৩৭ হাজার টাকা পাঠায়। টাকা পাঠানো শেষ হলে সে বলে একটু পরে টাকা দিচ্ছি। বলে দোকান থেকে বেরিয়ে সটকে পড়ার চেষ্টা করে। এমতাবস্থায় পালিয়ে যাওয়ার সময় তাকে স্থানীয় লোকজন আটক করে টাকা ফেরত দেওয়ার কথা বললে, সে বলে টাকা রং নাম্বারে চলে গেছে। আমি কোথা থেকে টাকা দিবো। এমতাবস্থায় তার সাথে থাকা কোম্পানির আরো দুই প্রতিনিধিকে আটক করে দোকানে আটকে রাখা হয়।
এ বিষয়ে মা টেলিকমের স্বত্বাধিকারী মনির হোসেন জানান, বিকাল ৪টার দিকে এই প্রতারক তার কাছ থেকে বিকাশে টাকা পাঠায়। পরে আর টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আমরা আটক করতে সক্ষম হই। সে জানায়, এ ঘটনার সাথে আরো দু’জন প্রতিনিধিকে আটক করা হয়। তাদের মধ্যে একজন হলো ঢাকা খিলক্ষেতের এয়ারপোর্ট সংলগ্ন এলাকার আব্দুর জব্বারের ছেলে সজীব (২৬) ও অপরজন হলো একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে আলামিন (২৬)
এ ঘটনার বিষয়ে জীবননগর পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা গ্রহন করবেন। এদিকে, ইউনিলিভার কোম্পানীর পরিচয় দিয়ে এ ধরনের কর্মকান্ড করায় এলাকার সাধারণ ব্যবসায়ীগণ হতাশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে ইউনিলিভার কোম্পানীর প্রতিনিধি পরিচয়ে প্রতারণা আটক তিন

আপডেট সময় : ১১:৫১:২০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯

নিউজ ডেস্ক:জীবননগরে ইউনিলিভার কোম্পানীর পরিচয়ে প্রতারক চক্রের তিন সদস্য জনতার হাতে আটক হয়েছে। গতকাল সোমবার বিকালে জীবননগর উপজেলার পৌর শহরের মা টেলিকমে বিকাশের মাধ্যমে ৩৭ হাজার টাকা বিকাশে পাঠায় ইউনিলিভার ব্রার্দাস কোম্পানীর লাভের বাজার গেঞ্জি পরিহিত এক প্রতিনিধি। টাকা পাঠানোর পর সে সটকে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন তাকে আটক করে।
জানা গেছে, জীবননগর উপজেলার পৌর শহরের মা টেলিকমে কোম্পানির টাকা পাঠানোর নাম করে বিকাশ করতে আসে। পরে সে ০১৩১৭৩৮২৪০৫ ও ০১৮৫১৬১১৭৬৪ এবং ০১৯৫২২১৫৬৯০ এই তিনটি নাম্বারে বিকাশের মাধ্যমে ইউনিলিভারের প্রতিনিধি জয়পুরহাট জেলা সদরের আব্দুর রহিমের ছেলে হাসান (২৪) ৩৭ হাজার টাকা পাঠায়। টাকা পাঠানো শেষ হলে সে বলে একটু পরে টাকা দিচ্ছি। বলে দোকান থেকে বেরিয়ে সটকে পড়ার চেষ্টা করে। এমতাবস্থায় পালিয়ে যাওয়ার সময় তাকে স্থানীয় লোকজন আটক করে টাকা ফেরত দেওয়ার কথা বললে, সে বলে টাকা রং নাম্বারে চলে গেছে। আমি কোথা থেকে টাকা দিবো। এমতাবস্থায় তার সাথে থাকা কোম্পানির আরো দুই প্রতিনিধিকে আটক করে দোকানে আটকে রাখা হয়।
এ বিষয়ে মা টেলিকমের স্বত্বাধিকারী মনির হোসেন জানান, বিকাল ৪টার দিকে এই প্রতারক তার কাছ থেকে বিকাশে টাকা পাঠায়। পরে আর টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আমরা আটক করতে সক্ষম হই। সে জানায়, এ ঘটনার সাথে আরো দু’জন প্রতিনিধিকে আটক করা হয়। তাদের মধ্যে একজন হলো ঢাকা খিলক্ষেতের এয়ারপোর্ট সংলগ্ন এলাকার আব্দুর জব্বারের ছেলে সজীব (২৬) ও অপরজন হলো একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে আলামিন (২৬)
এ ঘটনার বিষয়ে জীবননগর পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা গ্রহন করবেন। এদিকে, ইউনিলিভার কোম্পানীর পরিচয় দিয়ে এ ধরনের কর্মকান্ড করায় এলাকার সাধারণ ব্যবসায়ীগণ হতাশ।