শান্তিপাড়ার শীর্ষ মাদকব্যবসায়ী রুহুল আমিন নিহত

0
22

চুয়াডাঙ্গা শংকরচন্দ্রের উকতো গ্রামে গভীর রাতে পুলিশের সঙ্গে মাদকব্যবসায়ীদের গোলাগুলি

দু’এসআইসহ চার পুলিশ সদস্য আহত : শুটারগান, ধারালো দেশীয় অস্ত্র, ফেনসিডিল, ইয়াবা উদ্ধার
নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা শংকরচন্দ্রের উকতো গ্রামে গভীর রাতে পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদকব্যবসায়ী রহুল আমিন ওরফে রহুল (৪৭) নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার উকতো গ্রাম এলাকার একটি বাঁশবাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মাদকব্যবসায়ী রহুল চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত মফিজ উদ্দীনের ছেলে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, ধারালো দেশীয় অস্ত্র, বস্তাভর্তি ফেনসিডিল ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দু’এসআইসহ চারজন পুলিশ সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান।


ওসি বলেন, ‘শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের উকতো গ্রামের মধ্যদিয়ে ৮/১০ জন মাদকব্যবসায়ী মাদাক পাচার করবে এমন একটি খবর আসে পুলিশের কাছে। এই সংবাদের প্রেক্ষিতে সদর থানার এসআই একরামুলের নেতৃত্বে পুলিশের চৌকস দল উকতো গ্রামের একটি বাঁশবাগানের মধ্যে ওৎ পেতে থাকে। কিছুক্ষণ পর একদল মাদকব্যবসায়ী মাথায় বস্তাভর্তি ফেনসিডিল বহন করে নিয়ে যাচ্ছে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করলে পুলিশকে লক্ষ্য করে তারা গুলিবর্ষণ করে। পুলিশ পাল্টা গুলিবর্ষণ করলে তাদের সঙ্গে প্রায় ১০মিনিট গোলাগুলি হয়। এরপর তারা পালিয়ে গেলে ওই বাশবাগানে তল্লাশী করা হয়। তল্লাশীর একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। রাত পোনে ২টার দিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন তাকে কুখ্যাত মাদক ব্যবসায়ী রহুল আমিন বলে সনাক্ত করে। এ ঘটনায় সদর থানার এসআই একরামুল হোসাইন, এসআই ভবতোষ এবং তাদের সঙ্গে থাকা কন্সস্টেবল হিমুমুর রহমান ও আজাদুল ইসলাম আহত হয়। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।’
তিনি আরও জানান, নিহত মাদকব্যবসায়ী রহুলের পাশ থেকে একটি ওয়ান শুটারগান, দু’টি দেশীয় ধারালো অস্ত্র (রাম দা), বস্তাভর্তি ফেনসিডিল (১০০ বোতল) ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ১৬টিরও অধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।