নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার শৈলমারি গ্রামে পূর্বশত্রুতার জের ধরে লিটন (২৮) নামের একজন যুবককে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শৈলমারি উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। আহত লিটনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাদী হয়ে আহত লিটনের ছোট ভাই টোটন ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, সকালে প্রয়োজনীয় টাকা নিয়ে দর্শনা হল্টচাঁদপুরে ছোট ভাই টোটনের সার ও কীটনাশকের দোকানে যাচ্ছিলেন লিটন। গন্তব্যের উদ্দেশ্যে বের হয়ে প্রতিবেশী শরীফের বাড়ির সামনে পৌছুলে সেসহ আরও বেশ কয়েকজন লাঠি-সোটা ও রড নিয়ে তার উপর চড়াও হয়। লিটনকে মারতে মারতে শরীফের বাড়ির ভেতর নিয়ে একপর্যায়ে তার কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। এ সময় তার ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের হাত থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। এদিকে, হামলাকারীদের সঙ্গে আহত লিটনের পূর্বশত্রুতা রয়েছে বলে জানা যায়।
রবিবার
৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ