২ হাজার ৮শ’ প্যাকেট পাউরুটিসহ আটক-২

0
10

নিউজ ডেস্ক:সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণার দায়ে পাবনার আতাইকুলার প্রখর সরকার গ্রুপের প্রতিষ্ঠান ‘প্রখর সরকার ফুড এন্ড বেভারেজ ইন্ডাঃ’ এর তৈরীকৃত ২ হাজার ৮শ’ প্যাকেট পাউরুটি জব্দ করা হয়েছে। এসময় গাড়ীর চালক ও তার সহযোগিকে আটক করা হয়। গত রোববার মধ্যরাতে ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাজার রোড সোনালী ব্যাংকের সামনে থেকে কোটচাঁদপুর থানার ওসি কাজী কামাল হোসেন অভিযান চালিয়ে পাউরুটি বোঝায় গাড়ীসহ তাদেরকে আটক করেন। এ ব্যাপারে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দীন জানান, দীর্ঘদিন যাবৎ প্রখর ফুডের তৈরীকৃত পাউরুটি মেয়াদ শুরুর পূর্বেই বাজারজাত করে আসছে, যা ভোক্তাদের সাথে বড় ধরণের প্রতারণা। তিনি জানান, আটককৃত গাড়ী থেকে ২ হাজার ৮শ’ প্যাকেট পাউরুটি এবং পাবনা-ন ১১-০০৩৯ নাম্বারের একটি গাড়ী জব্দ করা হয়েছে। সেই সাথে প্রখর ফুড বেভারেজের প্রোপাইটার জেমস্ প্রখর সরকার ও আটক গাড়ীর চালক সুমন শেখ এবং সহযোগী রানার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর-৫২ ধারা ও পেনালকোর্ট-৪১৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।