আলমডাঙ্গায় গোডাউনে আগুন : ১৩শ’ মণ পাট পুড়ে ছাই!

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:১০:০৯ অপরাহ্ণ, সোমবার, ৮ এপ্রিল ২০১৯
  • ৭৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার পশুহাট সংলগ্ন পাটের গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে গোডাউনে থাকা প্রায় ১৩শ’ মণ পাট পুড়ে ভষ্মিভূত হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে ৭ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্থ পাট ব্যবসায়ী আলমডাঙ্গা পৌর এলাকার বাবুপাড়ার মৃত সাজাহানের ছেলে মহিবুল।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যারাতে শুরু হয় কালবৈশাখি ঝড়। বজ্রপাতের সাথে ব্যাপক ঝড়ো বাতাসে আলমডাঙ্গা শহর কেন্দ্রীক ওজোপেডিকোর আওতাধীন সকল বিদ্যুৎ’র হাইভোল্টেজ লাইন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আবহাওয়া নিয়ন্ত্রণে আসলে, শহরে বৈদ্যুতিক সেবার জন্য রাত ৯টার দিকে বিদ্যুৎ সেবা সচল করে ওজোপেডিকো আলমডাঙ্গা। বিদ্যুৎ আসার পরেই রাত সাড়ে ৯টার দিকে শর্ট সার্কিটের মাধ্যমে পাটের গোডাউনে আগুনের ধোঁয়া দেখতে পায় স্থানীয় ব্যবসায়ীরা। চোঁখের পলকে আগুনের তীব্রতা বেড়ে যায়, আগুন মুহুর্তে পাটের গোডাউনে ছড়িয়ে পড়লে ভয়াবহ রূপ ধারণ করে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার ব্যবসায়ী মহলে। পশুহাট সংলগ্ন এলাকায় প্রায় ৫০টিরও বেশি ব্যবসায়ী পাটসহ বিভিন্ন পণ্যের গোডাউনের ব্যবসা করে।
ফায়ার সার্ভিসের কর্মীদের ফোন দিলে তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজে লেগে যায়। প্রথমে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা বেশ কিছুক্ষণ চেষ্টা চালালেও আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে চুয়াডাঙ্গা থেকে আরো দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দীর্ঘ ৭ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১৩শ’ মণ পাট পুড়ে ভষ্মিভূত হওয়ায় পাটের বাজার অনুসারে প্রায় ৩০ লক্ষাধিক টাকা বলে গোডাউন মালিক কর্তৃক জানায়।
এই অগ্নিকান্ডের ঘটনায় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুস সালাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে জেলা উপজেলা ফায়ার সার্ভিসের তদন্ত করে সঠিক অগ্নিকান্ডের ঘটনা জানা যাবে। আগুনে পুড়ে প্রায় ১৩শ’ মণ পাট পুড়ে ভস্মিভূত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গায় গোডাউনে আগুন : ১৩শ’ মণ পাট পুড়ে ছাই!

আপডেট সময় : ০৭:১০:০৯ অপরাহ্ণ, সোমবার, ৮ এপ্রিল ২০১৯

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার পশুহাট সংলগ্ন পাটের গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে গোডাউনে থাকা প্রায় ১৩শ’ মণ পাট পুড়ে ভষ্মিভূত হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে ৭ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্থ পাট ব্যবসায়ী আলমডাঙ্গা পৌর এলাকার বাবুপাড়ার মৃত সাজাহানের ছেলে মহিবুল।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যারাতে শুরু হয় কালবৈশাখি ঝড়। বজ্রপাতের সাথে ব্যাপক ঝড়ো বাতাসে আলমডাঙ্গা শহর কেন্দ্রীক ওজোপেডিকোর আওতাধীন সকল বিদ্যুৎ’র হাইভোল্টেজ লাইন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আবহাওয়া নিয়ন্ত্রণে আসলে, শহরে বৈদ্যুতিক সেবার জন্য রাত ৯টার দিকে বিদ্যুৎ সেবা সচল করে ওজোপেডিকো আলমডাঙ্গা। বিদ্যুৎ আসার পরেই রাত সাড়ে ৯টার দিকে শর্ট সার্কিটের মাধ্যমে পাটের গোডাউনে আগুনের ধোঁয়া দেখতে পায় স্থানীয় ব্যবসায়ীরা। চোঁখের পলকে আগুনের তীব্রতা বেড়ে যায়, আগুন মুহুর্তে পাটের গোডাউনে ছড়িয়ে পড়লে ভয়াবহ রূপ ধারণ করে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার ব্যবসায়ী মহলে। পশুহাট সংলগ্ন এলাকায় প্রায় ৫০টিরও বেশি ব্যবসায়ী পাটসহ বিভিন্ন পণ্যের গোডাউনের ব্যবসা করে।
ফায়ার সার্ভিসের কর্মীদের ফোন দিলে তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজে লেগে যায়। প্রথমে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা বেশ কিছুক্ষণ চেষ্টা চালালেও আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে চুয়াডাঙ্গা থেকে আরো দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দীর্ঘ ৭ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১৩শ’ মণ পাট পুড়ে ভষ্মিভূত হওয়ায় পাটের বাজার অনুসারে প্রায় ৩০ লক্ষাধিক টাকা বলে গোডাউন মালিক কর্তৃক জানায়।
এই অগ্নিকান্ডের ঘটনায় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুস সালাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে জেলা উপজেলা ফায়ার সার্ভিসের তদন্ত করে সঠিক অগ্নিকান্ডের ঘটনা জানা যাবে। আগুনে পুড়ে প্রায় ১৩শ’ মণ পাট পুড়ে ভস্মিভূত হয়েছে।