নিউজ ডেস্ক:মেহেরপুরের পল্লীতে আমগাছ চাপা পড়ে মোহাম্মদ বাদশা (১২) নামের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সুবিধপুর গ্রামের খানপাড়ায় ওই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ বাদশা একই গ্রামের আব্বাস আলীর ছেলে। সে স্থানীয় সুবিধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়রা জানান, আব্বাস আলী বাড়ির পাশের একটি বাগানের গাছের খড়ি কিনেছিলেন। সেই গাছ কাটার সময় ছেলে বাদশাকে নিয়ে তিনি খড়ি গুছিয়ে রাখছিলেন। এ সময় একটি আমগাছ হঠাৎ করে নিচে পড়ে গেলে বাদশা সেই গাছের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে গাছ চাপা পড়ে এ ধরণের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শনিবার
৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ