নিউজ ডেস্ক:দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। ফলে বেলা বাড়ার পরও সূর্য উত্তাপ না ছড়ানোর কারনে কমছে না শীত। আবহাওয়া অফিস বলছে, এমন অবস্থা বিরাজ করবে আরও কয়েকদিন। এদিকে, শীতের প্রবাহ বাড়ায় জীবননগর উপজেলার ছিন্নমূল মানুষগুলো শীতের তীব্রতায় কাবু হয়ে পড়েছে। উত্তরের হাঁড় কাপানো ঠান্ডা বাতাসে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। সকালে ঘন কুয়াশার চাদর ভেদ করে ভোরের সূর্যের দেখা মিললেও থাকছে না উত্তাপ। ফলে সন্ধ্যায় খোলা আকাশের নিচে থাকা শীতার্ত মানুষগুলোর শরীরে উষ্ণতা ছড়াতে খড়কুটো জ্বালাতে হচ্ছে। শীতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়ছে শিশু ও বৃদ্ধরা। তারা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নানা রোগে। হাসপাতালে বাড়ছে নিউমোনিয়ায় আক্রান্ত নবজাতক শিশুর সংখ্যা ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছেন অ্যাজমায় আক্রান্ত রোগিরা। ফলে শীতে অ্যাজমা রোগির সংখ্যা বাড়ছে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু জানান, শীত বেড়ে যাওয়ার কারণে সব বয়সের মানুষ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে প্রতিদিন ঠান্ডজনিত রোগী চিকিৎসা নিতে আসছে। এসব রোগির মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।
শনিবার
৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ